ছেলের সাথে কাটানো বিশেষ মুহূর্তের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই যেমন শনিবারই নর্থবেঙ্গল ট্যুরে ছেলের আর বউয়ের একটা মিষ্টি ভিডিয়ো দিয়েছিলেন রাজ ইনস্টাগ্রামে। আর রবিবার সকালে ছেলের ছবি দিল শুভশ্রী।
ইউভানের বয়স সবে ১ হলে কী হবে, অনুরাগীর সংখ্যা আদর্শ! হবে নাই বা কেন ঝাঁকরা চুলের মিষ্টি মুখের খুদেকে যে বড়ই ভালোবাসে সকলে। সেই ১ দিন বয়স থেকেই ইউভানের ছবি পোস্ট করে আসছে তাঁর মা-বাবা। তাঁর প্রথম কথা বলা থেকে হাঁটিহাঁটি, ফুটবল খেলা সবকিছুই ভাগ করে নিয়েছেন সবার সাথে।
সোমবার মা-ছেলের ছবি ফের তুলে দিলেন রাজ। শীতের সকালে শুভশ্রীকে দেখা গেল লাল রঙের সোয়েট শার্টে। আর সঙ্গে ডেনিম জিন্স। অন্য দিকে, ইউভানের পোশাকের রং নীল-সাদা। মাথার টুপিটাও ম্যাচিং করে নীল রঙের।
ইউভান আর শুভশ্রীর সাথে দেখা মিলল চারপেয়ে সদস্যরও। সকাল সকাল বাড়ির সবার মতো সে-ও ঘুরু ঘুরু করতে বেরিয়েছে। ইউভানের সাথে বন্ধুত্বও বেশ। ছবি দেখে বোঝা যাচ্ছে, বাইপাসের ধারের যে বিলাসবহুল আবাসনে তাঁরা থাকেন, সেখানেই তোলা হয়েছে এই ছবি। শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমার রবিবারের সকাল সেজে উঠেছে’। ফোটো কার্টেসিতে রাজের নাম জুড়ে দিয়েছেন অভিনেত্রী।
মা হওয়ার পর নিয়েছিলেন ছোট্ট বিরতি। তারপর ‘ডান্স বাংলা ডান্স’র বিচারক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। মুক্তির অপেক্ষায় ‘ধর্মযুদ্ধ’। সঙ্গে 'ডক্টর বক্সী'তেও দেখা মিলবে তাঁর।