টলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। মাঝে মধ্যেই নিজেদের বা সন্তানদের সঙ্গে নানা ছবি পোস্ট করে কাপল গোল দিয়ে থাকেন। আর পুজো সেখানে কি বাদ যায়? তাই পঞ্চমীর দিন জুটিতে ধরা দিলেন শুভশ্রী এবং রাজ। কেমন সাজলেন?
আরও পড়ুন : 'আমরা দুজনেই খুব লাজুক তাই...' প্রেমিকের সঙ্গে প্রথম পুজো, কী কী প্ল্যান করলেন দিতিপ্রিয়া?
আরও পড়ুন : নবান্নে আরজি করের অধ্যক্ষকে তলব, 'বিরূপ প্রতিক্রিয়া এলেই' বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিঞ্জলদের! বললেন...
রাজ শুভশ্রীর পুজোর লুক
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তাঁদের পঞ্চমী লুকের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তাঁকে গোলাপি রঙের একটি হালকা কাজের শাড়ি পরে পোজ দিতে দেখা যায় বেটার হাফের সঙ্গে। সঙ্গে পরেছেন ম্যাচিং ব্লাউজ, হালকা গয়না। হালকা মেকআপেই সাজ সম্পন্ন করেছেন। অন্যদিকে রাজ চক্রবর্তী কন্ট্রাস্টে পরেছেন গ্রে রঙের পঞ্জাবি। চোখে রোদ চশমা।
আরও পড়ুন : পুলিশ - ডাকাতের ইঁদুর - বিড়ালের দৌড়ে আবিরকে ছাপিয়ে গেলেন 'বহুরূপী' শিবপ্রসাদ! কেমন হল ছবি
ছবিগুলোতে কখনও স্ত্রীকে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রাজকে। কখনও আবার বরের চোখে ডুব দিয়েছেন শুভশ্রী। এই ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'শুভ পঞ্চমী।'
কে কী বলছেন?
শুভশ্রী এদিন তাঁদের পুজরো সাজের ছবি দিতেই অনেকেই সেখানে তাঁদের ভালোবাসা জানিয়েছেন। অদ্রিজা রায়, পার্নো মিত্র, ফলক রশিদ রায়, প্রমুখ মন্তব্য করেছেন।
আরও পড়ুন : 'অন্তরের বাচ্চাটা আজ বেজায় খুশি!' বেন ১০ এর টাইটেল ট্র্যাক গাইছেন সুনিধি চৌহান! নিমেষে ভাইরাল ভিডিয়ো
রাজ শুভশ্রীর কাজ
রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি ছবিতেই শেষবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে। আগামীতে আসছে রাজ চক্রবর্তীর সন্তান। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। সেই ছবিতে উকিলের চরিত্রে ধরা দেবেন শুভশ্রী। এছাড়াও অভিনেত্রীকে দেবালয় ভট্টাচার্যের আলেয়া ছবিতেও দেখা যাবে। গত বছরই শেষের দিকে দ্বিতীয়বারের জন্য বাবা মা হয়েছেন রাজ - শুভশ্রী। জন্ম হয়েছে ইউভানের বোন ইয়ালিনির। ছেলের এবারের জন্মদিনের আগে আগেই ফ্যামিলি ফটো দিয়ে মেয়ের মুখ দেখান এই টলি কাপল।