সোশ্যাল মিডিয়ায় হামেশাই দুই সন্তান ইউভান ও ইয়ালিনির ভিডিয়ো শেয়ার করে নেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর তা বেশ পছন্দও করেন নেটিজেনরা। ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দম্পতি। ২০২০ সালে জন্ম হয় ইউভানের। ইয়ালির জন্ম ২০২৩ সালে।
মেয়ের জন্মের পরই শুভশ্রী জানিয়েছিলেন, একটা ছোট্ট ফুটফুটে বোন পেয়ে খুব খুশি ইউভান। ওর খেলার সঙ্গীই এখন বোনু। এদিন দেখা গেল, ইয়ালিনিরও সেই একই হাল! দাদা-বোনের মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে দেখা গেল বাবা রাজ চক্রবর্তীর কোলে চেপে বসেছে ইয়ালিনি। আর ব্যালকনি থেকে কিছু একটা উঁকি দিয়ে দেখছে বাবা আর মেয়ে।
আসলে চলছে দাদাভাইয়ের অপেক্ষা! ক্যামেরায় এরপর ধরা পড়ল তাঁদের আবাসনের সামনেই এসে দাঁড়িয়েছে ইউভানের স্কুল বাস। সেটা ইয়ালিনিকে দেখাতেই ‘দাদা-দাদা’ বলে ডাকতে শুরু করে দেয় ইয়ালিনি। মিষ্টি এই মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ভিডিয়ো শেয়ার করে শুভশ্রী লিখলেন, ‘দাদা দাদা আই অ্যাম ওয়েটিং ফর ইউ’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘দাদা দাদা আমি তোমার জন্য অপেক্ষা করছি’। ইমন চক্রবর্তী এই পোস্টে মন্তব্য করেছেন, ‘Olllleeeee 😍’।
শুভশ্রীর এই পোস্ট থেকেই চোখে পড়ল তাঁর বিলাসবহুল আবাসনটি। বাইপাসের ধারে আরানাতেই রাজ-শুভশ্রীর বিলাসবহুল ৩বিএইচকে। এখানেই থাকেন পরিচালকের মা-ও। সপরিবারেই দুই সন্তানকে নিয়ে থাকেন রাজ ও শুভশ্রী।
আপাতত শুভশ্রীর হাতে একাধিক কাজ। বেশ কিছুদিন আগেই দেবালয় ভট্টাচার্যের ভূতের ছবির নায়িকা হবেন তিনি, এমন ঘোষণা হয়ে গিয়েছিল। আর নতুন বছরে আরও দুটি ছবির ঘোষণা হয়েছে। একটি হল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় লহ গৌরাঙ্গ নাম রে। সেখানে বিনোদিনী হিসেবে দেখা যাবে শুভশ্রীকে। আরেকটি হল পিরিয়ড ড্রামা, পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরবর্তী ম্যাগনাম অপাস। যেখানে ষোলো শতকের দোর্দণ্ডপ্রতাপ মহারানি ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র চরিত্রে দেখা যাবে রাজ-পত্নীকে। আর পরিচালকের ‘ক্যুইনস অব বেঙ্গল’ ট্রিলজির দ্বিতীয় ছবি হবে এটি।