বাংলা নিউজ > বায়োস্কোপ > Yuvaan: শঙ্খ বাজাচ্ছে রাজ-পুত্র ইউভান! শুভশ্রীর আড়াই বছরের ছেলের অসামান্য দক্ষতায় মুগ্ধ সোশ্যাল মিডিয়া

Yuvaan: শঙ্খ বাজাচ্ছে রাজ-পুত্র ইউভান! শুভশ্রীর আড়াই বছরের ছেলের অসামান্য দক্ষতায় মুগ্ধ সোশ্যাল মিডিয়া

শঙ্খ বাজাতে শিখে গিয়েছে আড়াই বছরের ইউভান। 

ছোট্ট ইউভানের কাণ্ড দেখে রীতিমতো থ নেটপাড়া। কত কী শিখে গিয়েছে রাজ-শুভশ্রীর খুদে। দেখুন সেই ভিডিয়ো। 

ইউভান কিন্তু ছোট থেকেই খুব ভালোবাসা পেয়ে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জন্মের কয়েকঘণ্টা পরেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তার আগেও অবশ্য শুভশ্রীর প্রেগন্যান্সি জার্নির আপডেট মিলত সোশ্যাল মিডিয়ায়।

২০১৮ সালের ১১ মে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০২০-র ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর পরিবারে আসে তাঁদের আদরের প্রথম সন্তান ইউভান। আর জন্মের মুহূর্ত থেকেই ইউভানের বেড়ে ওঠার ছোট-বড় মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। খুদে ইউভান প্লে স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্য ভর্তি হয়েছে স্কুলে। কাজের ফাঁকে সময় পেলে ছেলেকে স্কুলে ছেড়ে আসতেও যান তারকা মা-বাবা। আরও পড়ুন: ‘আরও জানতে শ্রীমার জীবনে চোখ রাখুন…’, ইন্দ্রনীলের সঙ্গে প্রেম নিয়ে খুল্লমখুল্লা দ্যুতি

শুভশ্রীর ফ্যানক্লাব থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োখানা। যাতে দেখা যাচ্ছে শাঁখে ফুঁ দিচ্ছে এই খুদে। আর ছেলের এই কাণ্ড দেখে হাসি থামছেই না শুভশ্রীর। আনন্দের সঙ্গে বলতেও শোনা গেল, ‘আমি কোনওদিন বাজাতেই পারলাম না’। আরও পড়ুন: ‘টিআরপি ঘাড় ধাক্কা খাবে!’, সোনার জন্য নতুন মা আনল সূর্য, অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমোয় রাগ দর্শকের

এই ভিডিয়োর কমেন্ট সেকশনে এখন শুধু ইউভানেরই প্রশংসা। একজন লিখলেন, ‘লক্ষ্মী ছেলে’। আরেকজন লিখলেন, ‘সোনা বাচ্চা। কী মিষ্টি তুমি।’ তৃতীয়জন লিখলেন, ‘খুব ভালো বাজাচ্ছ ইউভান’। 

মাতৃত্ব প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলেন, ‘মি জানি ইউভানের সঙ্গে আমায় কখন থাকতে হবে, কখনও কাজে যেতে হবে। আমি যখন কাজে যাই ইউভানের দেখাশোনার জন্য যাঁরা রয়েছেন, ওঁরা সামলে নেন। আর ও যেহেতু ছোট থেকেই দেখছে, এভাবেই বড় হচ্ছে, তাই আমি না থাকলেও ইউভান অ্যাডজাস্ট করে নেয়। তবে আমি বাড়ি থাকলে ও আর কিছুই চেনে না। আমার সঙ্গেই থাকতে চায়।’

রাজ-শুভশ্রী কাজের পাশাপাশি সমান তালে সময় দেন ছেলেকে। দেশ হোক বা বিদেশ, যে কোনও ট্রিপেই তাঁদের সঙ্গে দেখা যায় ছেলেকে। এমনকী দিনকয়েক আগে সে চলে গিয়েছিল ‘আবার প্রলয়’-এর সেটেও, যেই সিনেমার পরিচালক রাজ, আর প্রযোজক ইউভান। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন