ধূমকেতুর মতোই নিভে গেল দেশু-র বন্ধুত্ব? প্রাক্তন জুটি দেব-শুভশ্রী পেশাদারভাবে এক হয়েছিলেন নিজেদের বাক্সবন্দি ছবি ‘ধূমকেতু’ মুক্তির আগে। যাবতীয় মন কষাকষি, তিক্ততা দূরে সরিয়ে ছবির প্রচারে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন। ছবি রিলিজের পর বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি। তবে দেব-শুভশ্রীর মধ্য়ে নতুন করে মনোমালিন্য তৈরি হয়েছে নায়কের এক মন্তব্যকে ঘিরে।
ধূমকেতু এখন তৈরি হলে ‘দুই সন্তানের মা’ শুভশ্রীকে নায়িকার চরিত্রে তিনি কাস্ট করতেন না, দেবের এমন বাখ্যা শুনে চটেছেন নায়িকা। দিয়েছেন পালটা জবাবও। আর দেবের ২০ বছরের জার্নির উদযাপনে সেই কারণেই কি পাশে থাকলেন না ‘পরাণ যায় জলিয়া রে’ নায়িকা?
দেবের দু-দশক উদযাপনের আসর বসেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে দেবের সাপোর্টে মুম্বই থেকে উড়ে এসেছিলেন বন্ধু পূজা বন্দ্য়োপাধ্যায়। হাজির ছিলেন কোয়েল মল্লিক, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। নায়কের সঙ্গে কোমরও দোলালেন তাঁরা।
দেবের ডাকে এদিন মঞ্চে হাজির ‘দেবী চৌধুরানী’ শ্রাবন্তীও। বক্স অফিসের লড়াই ভুলে বন্ধুর ডাকে সাড়া দিলেন তিনি। অথচ দেবের এই নায়িকাদের ভিড়ে নেই শুভশ্রী।
এদিন দেব অকপটে বলেন, ‘সায়ন্তিকার সঙ্গে নাচতে আমি সবসময় ভয় পেতাম, ওহ এতো ভালো নাচতো। মানে এখনও নাচে। তোমরা দেখতেই পেলে।’ পূজার প্রশংসায় পঞ্চমুক নায়ক। বললেন,'পূজাকে একবার ফোন করতেই ফ্লাইট ধরে এখানে চলে এসেছে। পূজা না থাকলে আমার ২০ বছর পূর্তির এই অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যেতো।'
কোয়েল আর শ্রাবন্তীর সঙ্গে তো রীতিমতো খুনসুটি চলল দেবের। নিসপালের সামনেই কোয়েলের লেগ পুল করতে ছাড়লেন না দেব। পাগলু নাচ দেখে হাততালিতে ফেটে পড়ল নেতাজি ইন্ডোর। বোঝাই গেল এতটুকু ফিকে হয়নি দেব-কোয়েল ম্যাজিক। এতকিছুর মাঝেও দর্শকরা প্রহণ গুণছিল শুভশ্রীর। কিন্তু হতাশ হতে হল সকলকে। ‘দেশু’ জুটির প্রত্যাবর্তন মঞ্চে ঘটল না। শুধু শুভশ্রী নন, দেবের চ্যাম্প পরিচালক রাজ চক্রবর্তীও এদিনের ইভেন্ট এড়িয়ে গেলেন।
আরও পড়ুন-রঘুর থাবা, যমের বাবা! নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে ‘দেব’ রঘুর জেহাদ, রইল টানটান ট্রেলার
এদিন মঞ্চে দাঁড়িয়ে দেব বললেন, ‘আজ রাতে হয়ত আমি কাঁদব’। ইমোশন্যাল নায়ক বলেন,'আমরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর কাউকে নিয়ে সেলিব্রেট করি। আমি সেই ভাগ্যবান, যে বেঁচে থাকতে এই সেলিব্রেশন দেখছে নিজেকে নিয়ে'। দেবের জন্য এদিন বিশেষ বার্তা এসেছে মুখ্যমন্ত্রীর তরফেও। সব মিলিয়ে দেবের মেগা ইভেন্টের বহর ছিল চোখে পড়ার মতো। ছিল না শুধু ‘দেশু’ ম্যাজিক।