মাতৃত্বের দায়িত্ব সামলেও নিজের অভিনয় সত্ত্বাকে সমানভাবে গুরুত্ব দিতে সিদ্ধহস্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মূলত স্বামী রাজ চক্রবর্তীর সমর্থনেই ইউভান আর ইয়ালিনিকে সামলানোর পাশাপাশি নিজের কেরিয়ারের উপরও ফোকাস বজায় রেখেছেন টলি নায়িকা। শুভশ্রী স্পষ্ট জানিয়েছেন, চরিত্রে ওজন বুঝেই এখন ছবি স্বাক্ষর করেন তিনি। আরও পড়ুন-‘হঠাৎ শোনা গেল রূপরেখা অরিজিৎ সিং-এর প্রথম বউ’! ফিরছেন ফেম গুরুকুল জয়ী, সুখবর দিলেন সমিধ
রাজের পরিণীতা-কে খুব শিগগির সৃজিতের বিনোদিনী হিসাবে দেখা যাবে। শুক্রবার আরও এক পিরিয়ড ছবিতে কাজ করার সুখবর ভাগ করে নিলেন নায়িকা। এই ছবি তৈরি হবে শুভশ্রীকে ঘিরেই। নাম ‘রায়বাঘিনী ভবশংকরী’। পরিচালনায় শুভ্রজিৎ মিত্র। পরিচালকের আসন্ন ছবি ‘দেবী চৌধুরানি’ মুক্তির অপেক্ষায়, তার আগেই ‘কুইনস অফ বেঙ্গল ট্রিলজি’র দ্বিতীয় ছবির ঘোষণা সারলেন শুভ্রজিৎ।
পরিচালকের দেবী চৌধুরানির চরিত্রটি করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ছবির রিসার্চের সময়ই রানি ভবশংকরীর সম্পর্কে অনেক তথ্য হাতে আসে শুভ্রজিতের। সেই সময়ই তিনি সিদ্ধান্ত নেন এই মহীয়সী বাঙালির বীরত্ব, শ্রেষ্ঠত্ব এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিকে রুপোলি পর্দায় তুলে ধরবেন।
কে রানি ভবশংকরী?
রানি ভবশংকরী ছিলেন ষোড়শ শতকের বীর বাঙালি রমনী। ভুরিশ্রেষ্ঠের এই রানিকে ‘রাঘবাঘিনী’ উপাধি দিয়েছিল মোঘল সম্রাট। এটাই তাঁর শ্রেষ্ঠত্বের প্রমাণ। জমিদার কন্যা ভবশংকরী ছোট থেকে অসিখেলা, ঘোড়ায় চড়া, তীরন্দাজিতে পারদর্শিনী। ভুরিশ্রেষ্ঠের মহারাজা রুদ্রনারায়ণ রায়মুখুটির সঙ্গে বিয়ে হয় তাঁর। অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া ও হুগলি জেলার অন্তর্গত একটি প্রাচীন ও মধ্যযুগীয় রাজ্য ছিল ভুরিশ্রেষ্ঠ বা ভুরশুট।
পরিচালক জানিয়েছেন, ষোড়শ শতকের প্রেক্ষাপটেই চিত্রনাট্য সাজাবেন তিনি।ভবশংকরীর সঙ্গে জুড়ে আছে আকবর, কালা পাহাড়ের মতো ঐতিহাসিক চরিত্র, তাঁদেরও দেখা যাবে ছবিতে। রিসার্চের কাজ এখনও চলছে। ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত থাকবে ইউকে ও ভারত সরকার।
ভবশংকরীর চরিত্রে কেন শুভশ্রী?
শুভ্রজিৎ আনন্দবাজারকে জানান, সম্প্রতি শুভশ্রী অভিনীত বাবলি ও সন্তান ছবি দুটি তিনি দেখেছেন। তাঁর কথায়, ‘দুটো ছবিতে ও চেহারার যে পরিবর্তন এনেছে তাতেই ওর পারফেকশন, অভিনয়ের প্রতি খিদে বোঝা যায়। আর ও সু-অভিনেত্রী তো বটেই’।
এদিন ছবির ফার্স্ট লুক পোস্টার সামনে এসেছে। সেখানে ঢাল-তলোয়ার হাতে দেখা মিলল শুভশ্রীর। তাঁর পরনে রাজরানির বেশ। যুদ্ধভূমে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সামনে বিপক্ষের সেনা এগিয়ে আসছে।
এখনও ছবির চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ হয়নি। তাই স্ক্রিপ্ট পড়তে পারেননি শুভশ্রী। তবে রানি ভবশংকরীর চরিত্রে অভিনয়ের লোভ সামলাতে পারেননি। সব ঠিকঠাক থাকলে এই বছরের শেষে ফ্লোরে যাবে এই ছবি। শুভ্রজিৎ জানিয়েছেন, আগামিতে রানি ভবনীর জীবনের আধারে ‘কুইনস অফ বেঙ্গল ট্রিলজি’র তৃতীয় ছবি করতে চান তিনি।