বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ওকে ছেড়ে যেতে পারব না’, ইউভানকে নিয়েই নতুন ছবির আউটডোর শ্যুটিংয়ে শুভশ্রী!

‘ওকে ছেড়ে যেতে পারব না’, ইউভানকে নিয়েই নতুন ছবির আউটডোর শ্যুটিংয়ে শুভশ্রী!

শুভশ্রীর সিদ্ধান্ত

ছেলের বয়স সবে এক বছর। ইউভান ছয় মাস পূর্ণ করবার পর থেকেই একটু একটু করে কাজে ফিরেছেন শুভশ্রী। সম্প্রতি এক ডান্স রিয়েলাটি শো-এর বিচারকের আসনে দেখা মিলছে রাজ ঘরনির। মা হওয়ার ওজন বেড়েছিল নায়িকার, ধীরে ধীরে ওজন ঝরিয়ে পুরোনো চেহরায় ফিরে যাচ্ছেন শুভশ্রী। মাসখানেক আগে অঙ্কুশের সঙ্গে সুরিন্দর ফিল্মসে অসমাপ্ত ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী, এখনও সেই ছবির নাম ঠিক হয়নি। মুক্তির অপেক্ষায় রয়েছে নায়িকার একাধিক চর্চিত ফিল্ম, এর মাঝেই নতুন ফিল্মের কাজে হাত দেবেন শুভশ্রী।

মা হওয়ার পর, এই প্রথম কোনও নতুন ছবির শ্যুটিংয়ে নামবেন নায়িকা। ছবির নাম ‘ডক্টর বক্সী’। পরিচালনায় সপ্তাশ্ব বসু। জানা যাচ্ছে এই ছবি একটি মেডিক্যাল থ্রিলার। পরিচালকের কথায়, চিকিৎসা ব্যবস্থার গাফিলতি উঠে এসেছিল ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে। সেই ছবি থেকে অনুপ্রেরণা নিয়েই ‘ডক্টর বক্সী’। এক অসত্ চিকিৎসকের বিরুদ্ধে লড়াই উঠে আসবে এই ছবিতে। কাকে দেখা যাবে ‘ডক্টর বক্সী’র ভূমিকায়? জানা গিয়েছে, এই চরিত্রের জন্য পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তা হয়েছে।

 ছবিতে শুভশ্রীর চরিত্রটি গল্পের সূত্রধর। ট্রাভেল ব্লগারের চরিত্র, একদম ভিন্ন লুকে পাওয়া যাবে ইউভানের মা'কে। এক হেরিটেজ হোটেলে ঘুরতে গিয়ে খুনের ঘটনায় জড়িয়ে পড়বে সে, এরপর সেখানে ডক্টর বক্সীর আগমন এবং খুনের নেপথ্যে কোনও চিকিৎসা সংক্রান্ত অপরাধ জড়িয়ে আছে কি না- এইসব নিয়েই এগোবে ছবির কাহিনি। 

শুভশ্রী জানিয়েছেন, এই প্রথম ইউভান তাঁর সঙ্গে আউটডোর শ্যুটিংয়ে যাবে। ছেলে হওয়ার পর কলকাতাতেই শ্যুটিং সেরেছেন নায়িকা। তবে এই ছবিতে আউটডোর শেডিউল থাকবে। কিন্তু ছেলেকে কাছছাড়া করতে পারবেন না অভিনেত্রী। তিনি বলেন, ‘আউটডোর থাকলেও ইউভান আমার সঙ্গেই সব সময়ে থাকবে। ওকে ছাড়া থাকতে পারব না। শুটিংয়ের পরিবেশে আমার ছেলে বড় হবে।’

জানা গিয়েছে, এই ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন বনি সেনগুপ্ত। জেল ফেরত আসামির ভূমিকায় থাকবেন বনি। পুজোর পরেই শ্যুটিং শুরু হবে ছবির, আগামী পয়লা বৈশাখে ছবিমুক্তির পরিকল্পনা রয়েছে। 

বায়োস্কোপ খবর

Latest News

বাংলার ডিজিপি হয়েছেন বিবেক, তাঁর দাদা বিকাশ সহায়ও ডিজিপি অন্য এক রাজ্যে! স্ত্রী সোমিকে সবার সামনে চুমু খেলেন রাখির প্রাক্তন বর আদিল! তুমুল ভাইরাল ভিডিয়ো এবার হোলিতে গ্রহণের ছায়া, সূতক কালে কি রং খেলা যাবে? জেনে নিন কী বলছে জ্যোতিষ মত 'বাংলায় বিজেপিকে ফিরতে দিয়েছে তৃণমূলই', মমতার দলকে নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর আসন সমঝোতা নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে কংগ্রেস, উদ্যোগী ভূমিকা বাম শিবিরে কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ মার্চের রাশিফল মুক্তির আগেই 'ক্রু'তে কাঁচি সেন্সর বোর্ডের, ছাড়পত্র পেতে বদলে গেল ছবির সংলাপ পেশোয়ারে দিলীপ কুমারের পৈতৃক ভিটে হবে মিউজিয়াম; রাজ কাপুরের ভিটে হবে জাদুঘর 'উঠোনে বসে যদি চিন খেলে...', মলদ্বীপে বেজিংয়ের প্রভাব বাড়তেই শতর্কবাণী CDS-এর ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বহনের ক্ষেত্রে নিতে হবে পরিবেশ দফতরের ছাড়পত্র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.