পান থেকে চুন খসলেই আজকাল ট্রোলের মুখে পড়তে হয় তারকাদের। সোশ্যাল মিডিয়ায় নিজেদের কীভাবে উপস্থাপন করবেন তাঁরা, সেই নিয়ে তাই বাড়তি সর্তকতা অবলম্বন জরুরি। নতুন বছরের শুরুতেই রাজের ঠোঁটে চুমু খাওয়ার ছবি পোস্ট করে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল শুভশ্রীকে। রানি এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেও বিদ্রুপের মুখে পড়েছিলেন শুভশ্রী, এবার ভুল ইংরাজি বলায় নেটপাড়ায় হাসির খোরাক রাজ ঘরণী।
শুক্রবার থেকে শুরু হচ্ছে পুরুষদের হকি বিশ্বকাপ (Hockey World Cup)। এবারের আয়োজক দেশ ভারত, ওড়িশায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। সেই উপলক্ষ্যেই হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন টলি সুন্দরী। ভিডিয়োতে একদম স্পোর্টি লুকে দেখা গেল ইউভানের মা-কে। সাদা-কালো পোশাকে সেজে শুভশ্রী ইংরাজিতে শুভেচ্ছা জানান। কিন্তু শুরুতেই গণ্ডগোল। ‘হকি ওয়ার্ল্ড কাপ’-এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’ উচ্চারণ করে ফেলেন অভিনেত্রী। এই ছোট্ট ভুলের জন্যই নায়িকাকে ইংরাজির পাঠ দিলেন এক নেটিজেন। তিনি লেখেন, ‘ওয়ার্ল্ডস কাপ!! ভগবান, ইংরাজি বলতে না পারলে বলেন কেন? এত চেষ্টার দরকার নেই তো!!’
কেউ আবার শুভশ্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করেন। নায়িকা লিপ সার্জারি করেছেন, এমন অভিযোগ আনেন কেউ কেউ। যদিও ট্রোলারদের পাত্তা দেননি অভিনেত্রী। যাঁদের উদ্দেশে শুভশ্রীর এই বার্তা, তাঁরা কিন্তু ধন্যবাদ জানাতে ভোলেননি শুভশ্রীকে। ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং শুভশ্রীর কমেন্ট বক্সে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ’।

কটাক্ষের মুখে শুভশ্রী
ভুল ইংরাজি বলার জন্য এই প্রথম ট্রোলড হলেন না শুভশ্রী। করোনাকালের আগে একবার দুবাইয়ে স্কাই ডাইভিং করার আগে ওই ভিডিয়ো শেয়ার করেও সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। সেই ভিডিয়োয় শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘আই উইল গোয়িং টু লিভ মাই ড্রিম।’ সঙ্গে সঙ্গে তাঁর ভুল ধরতে রে রে করে তেড়ে আসে নেটিজেনরা। ‘আই উইল গোয়িং টু’ হয় না ‘আই অ্যাম গোইং টু’ হয়, শুভশ্রীর ভুল ধরিয়ে জানিয়েছিল নেটপাড়া।
ট্রোলিং সমালোচনা যাই সঙ্গে থাকুক না কেন, এই মুহূর্তে টলিউডের অন্যতম পছন্দের অভিনেত্রী শুভশ্রী। খুব শীঘ্রই মুক্তি পাবে শুভশ্রী অভিনীত ‘ডক্টর বক্সী’। এছাড়াও নতুন বছরে নতুন ইনিংস শুরু করছেন নায়িকা। রাজ চক্রবর্তীর আসন্ন ওয়েব সিরিজ ‘প্রলয় আসছে’-এর সহ-প্রযোজক হিসাবে থাকছেন শুভশ্রী।
আরও পড়ুন-ভেঙেছে লং ডিসট্যান্স প্রেম! বিয়ের জন্য় পাত্র খুঁজছেন অরুণিমা
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup