বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুটো ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। একটিতে তাঁকে দেখা গেল মনোকিনিতে সাদা বালির উপর বসে থাকতে, পাশেই সেই বান্ধবী। অপর ফোটোতে বিচের ধারে নীল জলের পাশে ওয়ানপিসে দুজন।
ক্য়াপশনে শুভশ্রী লিখলেন, ‘তুমি মোটেই বুড়ো হচ্ছ না। তুমি বরং আরও উপরে উঠছ। @polomipolo তোমার জন্মদিন হট অ্যান্ড হ্যাপেনিং হোক আমার বন্ধু। অনেক ভালোবাসা তোমায়। পার্টি চাই।’
জবাবে শুভশ্রীর বান্ধবী লিখলেন, ‘পার্টি পার্টি। একসঙ্গে আরও সেক্সি আর হট হব। ধন্যবাদ তোমায়।’
তবে শুভশ্রীর এই ছবিতেও ট্রোল করার সুযোগ ছাড়লেন না নেট-নাগরিকদের একটা অংশ। একজন লিখলেন, ‘সত্যি বলছি বুড়ি লাগছে’। দ্বিতীয় জন লিখেছেন, ‘প্রথম ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কেউই তোমরা বিকিনিতে কমফোর্টেবল নও। তাও কেন যে পরো এসব!’ আরও পড়ুন: রুবেলের মা ভালোবেসে কী ডাকে ‘হবু বউমা’ শ্বেতাকে? চুটিয়ে প্রেম নিয়ে অকপট নায়িকা
তবে এসব ট্রোলের সঙ্গে একাধিক প্রশংসাও এল। একজন লিখলেন, ‘হট অ্যান্ড সেক্সি লাগছে দুজনকেই’। আরেকজন লিখলেন, ‘শুভশ্রীদি তুমি সবসময়ই খুব সুন্দরী।’ প্রসঙ্গত, গত বছর মলদ্বীপ গিয়েছিলেন রাজ-শুভশ্রী ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে। সেই ট্রিপে তাঁদের সঙ্গে ছিল পৌলমী ও তাঁর পরিবারও। আর এই ছবিগুলি সেই ট্রিপেরই।
২০০৭ সালে পিতৃভূমি ছবির হাত ধরে টলিউডে পা রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথমদিকে মূলত কমার্শিয়াল ছবিতে কাজ করলেও এখন ছক ভেঙে বেরিয়ে এসেছেন। সঙ্গে পেয়েছেন অবশ্যই পরিচালক স্বামী রাজকে। ২০১৯ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত পরিণীতা। যাতে শুভশ্রীর অভিনয় কেড়ে নিয়েছিল সকল দর্শকের মন। রাজের পরিচালনায় ধর্মযুদ্ধতেও তিনি একইরকম কামাল করেছেন। একইভাবে হাবজি গাবজি-তেও তাঁর কাজ প্রশংসা পায়। বিসমিল্লা-তেও শুভশ্রী নজরকাড়া।
হিন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে তো নিজেকেই বদলে ফেলেছেন। কেরিয়ারের মধ্যে গগনে এক বয়স্ক মহিলার চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিসন্দেহে সাহসী। রাজের ওয়েব সিরিজ আবার প্রলয় দিয়ে বসতে চলেছেন প্রযোজনার কুর্সিতে। খুব শীঘ্রই মুক্তি পাবে ‘ডক্টর বক্সী’। স্বামী-ছেলে-সংসারের পাশাপাশি কেরিয়ারের গাড়িও চলছে গড়গড়িয়ে।
আসলে আজকাল পান থেকে চুন খসলেই আজকাল ট্রোলের মুখে পড়তে হয় তারকাদের। রানি এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেও তাই ট্রোলড হয়েছিলেন। সমালোচনা হয়েছিল নতুন বছরের পোস্টে বরকে চুমু খাওয়ার ছবি দেওয়ায়। গত সপ্তাহে পুরুষদের হকি বিশ্বকাপ নিয়ে স্টোরিতে দিয়েছিলেন একটা ভিডিয়ো। সেখানেও লোক তাঁর ‘ভুল ইংরেজি’ নিয়ে কথা শোনানোর সুযোগ ছাড়ে না। আর এবার বিকিনি ছবি দিয়েও একই জিনিস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup