১ বছর পূর্ণ হল জিতের ছেলে রোনাভের। বুধবার বেশ ধুমধাম করেই জন্মদিন পালন করলেন অভিনেতা। সেই পার্টিতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন টলিপাড়ার পরিচিত মুখেরা। নিমন্ত্রিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। সন্তানদের নিয়ে পার্টিতে হাজির ছিলেন তারকা দম্পতি। আর সেখানে দেখা যায় জিতের কোলে শুভশ্রীর মেয়েকে।
টলিউড অনলাইনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিয়োতে ধরা পড়ে এই দৃশ্য। শুভশ্রীকে প্রায়ই বলতে শোনা যায় তাঁর প্রিয় সহ অভিনেতা হলেন জিত। আর শুভশ্রী-জিত জুটিও দর্শকদের বেশ পছন্দের একটি জুটি। 'অভিমান', 'বস'-সহ একাধিক বার এই জুটির অনস্ক্রিন রোম্যান্স নজর কেড়েছে দর্শকদের। আর এবার সেই জিতের ছেলের জন্মদিনে গিয়ে মায়ের প্রিয় কোস্টারের কোল চড়ে পার্টির উজ্জ্বলতা বাড়িয়ে দিল খুদে ইয়ালিনি।
ভিডিয়োয় দেখা গিয়েছে শুভশ্রী কন্যার পরনে ছিল বেবি পিঙ্ক রঙের একটি ফ্রক, পায়ে ছিল সাদা রঙের মজা। অন্যদিকে, সুপারস্টার জিত সেজে উঠেছিলেন লাল রঙের পাঞ্জাবিতে।
আরও পড়ুন: আঁচল ছেড়ে বেবিবাম্প রাখলেন ঢেকে, জিৎ-পুত্রের জন্মদিনে কোয়েল, ফিরল নস্টালজিয়া
উল্লেখ্য, টু টায়ারের কেক ছোট্ট রোনাভের জন্মদিন পালন করা হয়। জিতের স্ত্রী মোহনা পরেছিলেন সোনালি রঙের শাড়ি। জিৎ-কন্যা নভন্যা হাজির ছিল পার্টিতে। রোনভ বাবার কোলে চড়েই প্রথম জন্মদিনের কেক কাটে।
মেয়ে নভন্যা হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হন জিৎ-মোহনা। ২০২৩ সালের ১৬ অক্টোবর জন্ম হয়েছিল রোনাভের। সেই সুখবর শেয়ার করে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’
আরও পড়ুন: ‘আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার, একদম আকাশের মতো, কালি লাগানো যাবে না’, ট্রোলে জবাব ঋতুপর্ণার
প্রসঙ্গত, ২০২০ সালে রাজ-শুভশ্রী দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সন্তান আসার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এরপর ওই কোভিড বছরের ১২ সেপ্টেম্বর প্রথমবার বাবা-মা হন রাজ-শুভশ্রী। এরপর ছেলের বয়স যখন সবে দু-বছর, তখনই ফের অন্তঃসত্ত্বা হন নায়িকা। জানিয়েছিলেন, পরিকল্পনা করেই দ্বিতীয়বার মা হচ্ছেন তিনি। এরপর নভেম্বরে শুভশ্রীর কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান ইয়ালিনি। আর এখন ছেলে-মেয়েকে নিয়ে ভরা সংসার রাজ-শুভশ্রীর।
প্রথম দিকে মেয়ের মুখ প্রকাশ্যে না আনলেও ছেলে ইউভানের জন্মদিনের প্রথম স্যোশাল মিডিয়ায় রাজ-শুভশ্রী তাঁদের মেয়ের ছবি শেয়ার করে নেন।