জন্মের পর থেকেই কিন্তু তারকা-খ্যাতি পেয়ে গিয়েছে ইয়ালিনি চক্রবর্তী। ঠিক দাদা ইউভানের মতোই। নিশ্চয়ই এতদিনে আপনারা চিনে গিয়েছেন ইয়ালিনিকে। রাজ আর শুভশ্রীর সদ্যোজাত কন্যা সে। ৩০ নভেম্বর মেয়ের জন্ম দেন শুভশ্রী। সরস্বতীর নামেই রেখেছেন মেয়ের নাম। অবশ্য ইউভানের সঙ্গেও নামে মিল আছে ইয়ালিনির। তবে মাত্র চারদিনেই নায়িকা তকমা পেয়ে গেল খুদে। সে খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিলেন মাম্মা।
জুন মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হতে চলার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী। প্রথম থেকেই ছেলের পর একটা মেয়ের শখ ছিল অভিনেত্রীর। বলেছিলেন, ‘ভগবান প্রতিদিন কত মেয়ের জন্ম দিচ্ছেন। আমি চাইব আমার এরপর একটি মেয়ে হোক’।
অবশেষে শুভশ্রীর সেই স্বপ্নই পূরণ হয়েছে। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে এখন তাঁর আর রাজের সুখের সংসার। যদিও একটাই আফশোস অনুরাগীদের, এখনও দেখা মেলেনি খুদে ইয়ালিনির।
তবে তাতে কি, ইতিমধ্যেই সিনেমার অফার পেয়ে গিয়েছে ইয়ালিনি। সেই সুখবর মাম্মা শুভশ্রীই আনলেন সকলের সামনে। তাও আবার নায়িকার রোলে। ভাবছেন ব্যাপারটা কী?
অঙ্কুশ হাজরা সম্প্রতি Q&A রাউন্ড করেছিলেন। সেখানেই এক ইনস্টা ব্যবহারকারী তাঁর কাছে জানতে চায়, ‘শুভশ্রীদির ছোট্ট রাজকুমারী ইয়ালিনিকে নিয়ে একটা লাইন বলো’। আর তার জবাবে অঙ্কুশ লিখলেন, ‘আমার প্রিয় হিরোইন’। সঙ্গে নিজের সঙ্গে শুভশ্রীর নাম মিলিয়ে হ্যাশট্যাগও বানিয়ে নিয়েছেন। আর তা হল YALKUSH।
শুভশ্রী আর রাজের দাম্পত্য প্রথম থেকেই খবরে রয়েছে। শুভশ্রীকে বিয়ে করেন রাজ ২০১৮ সালে। বাওয়ালির রাজ বাড়িতে ধুমধাম করে রাজকীয় বিয়ের আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি। আচমকা বিয়ে চমকে দিয়েছিল সকলকে। এরপর ২০২০ সালে জন্ম হয় প্রথম সন্তান ইউভানের। আর ২০২৩-এর শেষে লক্ষ্মী এল ঘরে। পূর্ণতা পেল রাজ-শুভশ্রীর পরিবার।
রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনি নামের অর্থ কী?
শুভশ্রীর মেয়ের নাম বাংলায় খুব একটা প্রচলিত নয়। এই হিন্দু নামটি তামিল ভাষীদের মধ্যে বেশি প্রচলিত। ইয়ালিনি-র অর্থ হল সংগীত সুর। মা সরস্বতীর আরেক নাম ইয়ালিনি।
অন্তঃসত্ত্বা অবস্থায় একটানা কাজ করে গিয়েছেন শুভশ্রী। তা সে ডান্স বাংলা ডান্সের শ্যুটিং হোক, বিজ্ঞাপন, শরীরচর্চা। পুজোতেও চুটিয়ে আনন্দ করেছিলেন ছেলেকে নিয়ে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ছোট্ট ইউভান বেশ খুশি জুনিয়র পেয়ে। শুধু তার একটাই চিন্তা যেন মা সেই বেবিকে কোলে না নেয়!