মেয়ে বলেই কি এত আগলে রেখেছেন? বিগত কয়েক মাস ধরে এমন প্রশ্নের মুখে বারবার পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কারণ মাত্র কয়েক ঘণ্টা বয়স যখন ইউভানের, তখন ছবি দিয়েছিলেন সোশ্যালে। তারপর থেকে দিয়েই চলেছেন। তবে মেয়ের ক্ষেত্রে একটু সিদ্ধান্ত বদল রাজ-শুভশ্রীর। ইয়ালিনিকে সোশ্যাল মিডিয়া থেকে দূরেই রেখেছেন তারকা মা-বাবা! তবে এবার আরজি কর আবহে ইয়ালিনি কোলে সামনে আসলেন তিনি।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। যেখানে মা-মেয়ে দুজনেই কালো পোশাকে। শুভশ্রী পরে রয়েছেন ওয়ান শোল্ডার গাউন। ইয়ালিনিরও গায়ে কালো পোশাক। মা-মেয়ে দুজনেরই চুল খোলা। ক্যামেরার দিকে তাকিয়ে শুভশ্রী। যদিও ইয়ালিনির পিঠটাই শুধু দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, ‘হাই’!
আরও পড়ুন: ভাইয়ের জন্য জীবন বাজি রাখতে রাজি আলিয়া! জিগরা-তে অ্যাকশন মুডে নায়িকা, দেখুন
ইয়ালিনি আর শুভশ্রীকে ভালোবাসায় রিয়ে দিয়েছেন রাজ আর শুভশ্রী। দেবলীনা কুমার, সুদীপ্তা চট্টোপাধ্যায়, পার্নো মিত্ররা কমেন্টে হাই লিখেছেন দুজনকে। গত বছর নভেম্বর রাজ-শুভশ্রীর কোল আলো করে আসে ইয়ালিনি। এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল, ইউভানের মতোই দেখতে হয়েছে বোনকেও। এমনকী, ছবি দিলে যে কেউ ভেবে বসতে পারে, এটা ইউভানেরই ফোটো। তাই একটু অপেক্ষা করছেন তিনি ও রাজ।
আরও পড়ুন: মায়ের মৃত্যুই বেঁধে দিল তন্বী-রাজদীপকে, গণেশ পুজোয় প্রেমে শিলমোহর টলি-তারকার
ছেলের পর মেয়ে চেয়েছিলেন শুভশ্রী। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ভগবান রোজ কত মেয়ে তৈরি করছেন। যেন আমার কোলেও একটি মেয়ে দেয়। রাজ জানিয়েছিলেন, তাঁদের প্রথম থেকেই পরিকল্পনা ছিল দুই সন্তানের। পরিকল্পনা করেই দুই সন্তান নেন তাঁরা। ভাই-বোনের বয়সের ফারাক ৩ বছর ২ মাসের।
আরও পড়ুন: আম্বানির ডাকে গণেশ পুজোয় করিনা-সইফ-সোনমরা! কার সাজ বেশি সুন্দর লাগল আপনার
কাজের সূত্রে, রাজ আর শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে বাবলি-তে। যদিও আরজি কর আবহে সেভাবে বক্স অফিসে সাফল্য পায়নি ছবিখানা। এমনকী, তাঁরা নিজেরাও শেষের দিকে এসে ছবির প্রচার স্থগিত রেখেছিলেন নির্যাতিতার জন্য। কোনও ঘটা করে প্রিমিয়ারেরও আয়োজন করা হয়নি। রাজ আর শুভশ্রী, দুজনেই বিচার চেয়ে নেমেছেন পথে। সোশ্যাল মিডিয়ায় এখনও ইউভান-ইয়ালিনির বিচারের মা বিচার চেয়ে চলেছেন ক্রমাগত। এরপর দেবালয় ভট্টাচার্যের সিনেমায় দেখা যাবে শুভশ্রীকে। এছাড়া রাজের পরিচালনায়, এসভিএফের প্রযোজনায় দেখা যাবে তাঁকে। যাতে রয়েছেন মিঠুন ও ঋত্বিক চক্রবর্তী।