টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকার তালিকায় প্রথম সারিতেই নাম আসে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। বিগত কয়েক বছর ধরে একের পর এক ছক ভেঙে চলেছেন। একসময় কমার্শিয়াল ছবি দিয়ে বলিউডে পা রাখলেও, পরে পরিণীতা, ইন্দুবালা ভাতের হোটেলের মতো সিনেমাতে নিজেকে ভেঙেগড়ে নিয়েছেন তিনি। নায়িকা ইমেজ ভেঙে, সাদামাটা লুকে এসেছেন বউদি ক্যান্টিন, ধর্মযুদ্ধর মতো ছবিতেও।
তবে শুভশ্রী আরও একদিকে অনুপ্রেরণা রেখে গিয়েছেন, আর তা হল যেভাবে তিনি দুই সন্তান-সংসার সামলে, একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন। কদিন আগেই পুলের ধারে একটি ছবি দিয়েছিলেন তিনি। সেখানে ছিপছিপে শুভশ্রীকে দেখে চোখ কপালে ওঠে নেট-নাগরিকদের। আর সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া তাঁর ফোটো দেখে বোঝা গেল, শুভশ্রীর ফিট চেহারার পিছনে রয়েছে কোন রহস্য!
আরও পড়ুন: আরজি কর ঘটনা নিয়ে ‘চালচিত্র’ সিনেমা বানিয়েছেন প্রতীম ডি. গুপ্তা? বিতর্ক বাড়তেই মুখ খুললেন পরিচালক
জিমে একটি মিরর সেলফি তুলেছেন রাজ-পত্নী। সেখানে তাঁকে পাওয়া গেল অল ব্ল্যাক লুকে। তবে এই সিনেমার বিশেষ দ্রষ্টব্য হল, যেভাবে ওজন ঝরিয়ে পুরনো চেহারায় ফিরেছেন ইউভান আর ইয়ালিনির মাম্মা। আসলে শুধু প্রেগন্যান্সি নয়,বাবলি হয়ে ওঠার জন্যও খানিক ওজন বাড়াতে হয়েছিল শুভশ্রীকে। এবার ফের তিনি পুরনো অবতারে।
আরও পড়ুন: গলা ক্ষতবিক্ষত, চুইয়ে পড়েছে রক্ত, ছবির শ্যুটে মারামারির দৃশ্যে মারাত্মক জখম হলেন ইমরান হাশমি, দেখুন কী অবস্থা!
কাজের সূত্রে, শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে বাবলি সিনেমাতে। যেখানে বেশ গোলুমোলু লুকে আসেন তিনি পর্দায়, অবশ্যই তা চরিত্রের খাতিরে। এই কারণে দ্বিতীয় সন্তানের জন্মের মাসখানেকের মধ্যে শ্যুট শুরু করেছিলেন। শুধু তাই নয়,শুভশ্রী জানিয়েছিলেন তিনি মেয়ে হওয়ার সময় খুব বেশি ওজন বাড়েনি তাঁর। আর মেয়ের জন্মের পর দ্রুত ওজন কমতেও শুরু করেছিল। আর তাই, আবারও ৫ কেজি মতো ওজন বাড়ান, বুদ্ধদেববাবুর বিখ্যাত উপন্যাসের নায়িকা বাবলির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে। খবর, খুব জলদি দেবালয় ভট্টাচার্যের সিনেমার কাজে হাত দেবেন তিনি।
আরও পড়ুন: লোক বলছে দু'জনের প্রেম জমে ক্ষীর! ‘কথা’-র সেটে ঢাক নিয়ে এ কী কাণ্ড ঘটালেন সাহেব-সুস্মিতা
২০১৮ সালে বিয়ে করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর রাজ চক্রবর্তী। এরপর ২০২০ সালের সেপ্টেম্বর জন্ম হয় প্রথম সন্তান ইউভানের। মেয়ে ইয়ালিনির জন্ম ২০২৩ সালের নভেম্বরে।