সোমবার আর জি কর কাণ্ডের চূড়ান্ত রায় ঘোষণা হয়েছে। আর ঘটনাচক্রে সে দিনই বিরসা দাশগুপ্তর জানিয়েছেন তাঁর আগামী ছবির বিষয় 'কর্মক্ষেত্রে যৌন হেনস্থা'। বেশ কিছু দিন আগে শোনা গিয়েছিল আবার বড় পর্দায় নিজের ছবি নিয়ে ফিরছেন বিরসা, আর তাঁর ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার ছবির নাম প্রকাশ্যে আনলেন পরিচালক। ছবির নাম 'অপরাজিতা'।
আনন্দ প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরসা জানিয়েছেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্থার মতো সংবেদনশীল বিষয় তাঁর ছবিতে দেখানো হবে ঠিকই, তবে এই ছবির সঙ্গে আর জি করের ঘটনার কোনও সম্পর্ক নেই। এই বিষয়টি নিয়ে ছবি করার কথা ২০১৮ থেকে তিনি ভাবছিলেন। তাঁর কথায়, ‘আমার খুব চেনাজানার মধ্যে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। পদ্মনাভ দাশগুপ্তর সঙ্গে বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। এত দিনে সবটা বাস্তবায়িত হল।’
আরও পড়ুন: বিয়েবাড়িতে শাড়ি পরে আর ঠান্ডায় কাঁপতে হবে না, দীপিকার শাড়ি ড্রেপার ডলি দিলেন ১০ টিপস
ভাবনা অনেক দিন আগে থেকে শুরু হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভীষণ ভাবে প্রাসঙ্গিক এই ছবি। বিরসার মতে, ‘একটা সিনেমা অনেক কিছু বদলে দেবে এমন নয়। কিন্তু সিনেমার প্রভাব সমাজ জীবনে পড়ে, এটাও ঠিক। অন্তত আলোচনার একটা জায়গা তৈরি হয়।’
তিনিও দুই কন্যা সন্তানের বাবা। তাঁর মেয়েরাও বড় হচ্ছেন, বড় মেয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে কাজ করে ফেলেছেন। তাই সন্তানদের প্রসঙ্গ টেনে বিরসা বলেন, ‘আমার দুই মেয়ে রয়েছে। বাবা হিসেবেও মাথার মধ্যে অনেক ধরনের দুশ্চিন্তা ঘোরে।’
আরও পড়ুন: 'বিছানায় একজন পুরুষ চাই', টাবুর মুখে কথা বসিয়ে তাঁকে অপমান! প্রতিবাদের যা করল নায়িকার টিম
ছবিতে ঊষসীকে ‘কুহু’-এর চরিত্রে দেখা যাবে। গল্পে ‘কুহু’ই কাজের জায়গায় যৌন হেনস্থার শিকার হয়। সে সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের একটি মেয়ে। তা পাশে এসে দাঁড়াবে 'ইনায়া'। 'ইনায়া'-এর চরিত্রে পর্দায় ধরা দেবেন শুভশ্রী। 'ইনায়া' পেশায় উকিল। 'সন্তান'-এর পর আবার এই ছবিতেও শুভশ্রীকে আইনজীবির চরিত্রে দেখা যাবে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং উষসী রায় ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিক সেন, বিদীপ্তা চক্রবর্তীকে। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। 'অপরাজিতা' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সপ্তর্ষি দাস, সঙ্গীত পরিচালনা করছেন দীপ্তার্ক বসু, সিনেম্যাটোগ্রাফার মধুরা পালিত। ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের গোড়ায় ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।