আসছে শুভ বিবাহ। এই প্রথম কোনও ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন সোনামণি সাহা এবং হানি বাফনা। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রথম প্রোমোতে তাঁদের জুটির রসায়ন নজর কেড়েছে সবার। তার ফাঁকেই প্রকাশ্যে এল এই মেগার নতুন প্রোমো।
আরও পড়ুন: 'অযোধ্যা সবসময় রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে', ফৈজাবাদে BJP পরাজিত হতেই ক্ষোভ উগরালেন 'লক্ষ্মণ' সুনীল লহরী
শুভ বিবাহ ধারাবাহিকের নতুন প্রোমো
এদিন স্টার জলসার তরফে প্রকাশ্যে আনা হল শুভ বিবাহ ধারাবাহিকের নতুন প্রোমো। ভিডিয়োতে দেখা যাচ্ছে সোনামণি থুড়ি সুধা এবং তার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে সেই বিয়েবাড়ির কথা বলতে বলতে আসছে যেখানে সে তেজ বসু মল্লিকের কোলে পড়ে গিয়েছিল। তার বন্ধু তাকে বুদ্ধি দেয় সে যেন জীবনকে আরও একবার সুযোগ দেয়। শহরের মোস্ট এলিজিবল ব্যাচেলরের সঙ্গে জীবন আবার শুরু করার কথা ভাবে।
আরও পড়ুন: 'সবসময় আপনার সঙ্গে আছি', আমেঠিতে বিপুল ভোটে পরাজয় বিজেপির, স্মৃতিকে সান্ত্বনা দিয়ে কী বললেন মৌনি - সোনুরা?
অন্যদিকে তেজ বেকারির মালিক অর্থাৎ তেজ আরেকজনের সঙ্গে গাড়ি করে কোথাও যাচ্ছে। সেও তেজকে বুদ্ধি দেয় এই মেয়েটির সঙ্গে সম্পর্ক করার জন্য। সেই কথা শুনে গাড়ি থেকে নেমে পড়ে তেজ। এমন সময় পথে দেখা হয় তাদের। এভাবে দেখা হতে হতে কবে তারা একে অন্যকে ভালোবাসার হাত বাড়ায়, হৃদয় ছোঁয় সেটাই দেখার।
এদিন চ্যানেলের তরফে এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, 'দেখুন শুভ বিবাহ শুধুমাত্র স্টার জলসায়। বাড়িয়ে দিলে ভালোবাসার হাত, ছোঁয়া যায় কি হৃদয় ? শুভ বিবাহ। বাড়িয়ে দাও আবার হাত।' ইতিমধ্যেই এই ভিডিয়ো দর্শকদের নজর কেড়েছে। অনেকেই জানিয়েছেন তাঁরা অপেক্ষা করে আছেন এই মেগার জন্য।
আরও পড়ুন: ২৮ মিলিয়ন ভিউজ থাকা সত্বেও চাহাত ফতেহ আলি খানের বাদো বাদি সরিয়ে দিল ইউটিউব! কিন্তু কেন?
আগামী ১৭ জুন থেকে শুরু হতে চলেছে শুভ বিবাহ। দেশ হচ্ছে জল থই থই ভালোবাসা। সেখানেই রাত ৯টা থেকে দেখা যাবে এই মেগা।