বহুদিন ধরেই চলছে প্রেমের জল্পনা! পরিচালক-নায়িকার মধ্যে সখ্যতায় ভালোবাসার রং লেগেছে বলেই খবর চারদিকে। আর তাতেই যেন শিলমোহর পড়ল অভিনেত্রীর জন্মদিনে। তিনি হলেন টলিউডের 'দেবী চৌধুরানি'। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রসঙ্গে। আর তাঁর জন্মদিনে ঘড়ির কাঁটা রাত ১২টার কাঁটা ছুঁতে না ছুঁতেই এল জন্মদিনের বিশেষ শুভেচ্ছা।
নিজের ও শ্রাবন্তীর একটি ছবি শেয়ার করলেন শুভ্রজিৎ। কালো পোশাকে দেখা গেল অভিনেত্রীকে। আর ক্যাপশনে পরিচালকমশাই লিখলেন, ‘তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক। হ্যাপি বার্থ ডে গর্জিয়াস।’ নিজের এই পোস্টটি ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেন তিনি।
টলিউডের ম্যাগনাম অপাস 'দেবী চৌধুরানি' নিঃসন্দেহে বড় ব্রেক শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কেরিয়ারে। এই সিনেমায় আরও রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় , অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ, সব্যসাচী চক্রবর্তী-রা। ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার আগে থেকেই, রটেছিল সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী আর শুভ্রজিৎ।
তবে সেই জল্পনার আগুনে ঘি পড়ে যখন শ্রাবন্তীকে নায়িকা হিসেবে ঘোষণা করে শুভ্রজিৎ নিজের পরের ছবির ঘোষণাও করে দেন। ছবির নাম 'কালমৃগয়া'। তবে শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় আর কোন কোন তারকা থাকবে, তা খোলসা করা হয়নি। একই পরিচালকের পরপর দুটো ছবিতে কাজ কি ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্রে, জল্পনা বাড়তেই মুখ খুলেছিলেন দুজনে।
শ্রাবন্তী বেশ বিরক্ত হয়েই জবাব দিয়েছিলেন, ‘ভালো চরিত্র পেতে আমাকে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে? আমার কি নিজের কোনও যোগ্যতা নেই? খারাপ লাগে যে এতবছর কাজ করার পরেও, এসব অবাঞ্ছিত কথা শুনতে হয়।’
এখানেই শেষ নয়, শ্রাবন্তী জুড়েছিলেন বয়সে বড় শুভ্রজিৎকে তিনি সম্মান করেন। এরকম কোনও কিছু একেবারেই নেই। উইকিপিডিয়া বলছে পরিচালক মশাইয়ের জন্মদিন বর্তমানে ৪৮। আর শ্রাবন্তী পা রাখলেন ৩৬ বছরে।
আর শুভ্রজিতের যুক্তি ছিল, ‘আমি একই অভিনেতাকে একের বেশি ছবিতে কাজ করি। অভিযাত্রিকের পর দেবী চৌধুরানিতেও অর্জুন আর বেনুদা (সব্যসাচী চক্রবর্তী) কাজ করলেন। আমি পুরুষ আর শ্রাবন্তী নারী বলে সেখানে অন্য সমীকরণ খোঁজা অর্থহীন’।
সম্পর্কে বারবার ঠোকর খেয়েছেন অভিনেত্রী। রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন খুব ছোটবেলায়, ২০০৩ সালে। তখন তিনি মাত্র ১৬ বছরের। এমনকী, ১৮ পেরনোর আগেই মা হন। ডিভোর্স হয়ে যায় ২০১৬ সালে। এরপর আরও দুবার ভালোবাসা আসে, বিয়ে করেন কৃষাণ ব্রিজ (২০১৬-১৭) ও রোশন সিংকে (২০১৯)। আপাতত আটকে আছে রোশনের সঙ্গে ডিভোর্স। শোনা যায়, খোরপোশ নিয়েই নাকি বিবাদ।