বাংলা নিউজ > বায়োস্কোপ > Super Singer Season 3: সুচিস্মিতা সুপার সিঙ্গারের বিজেতা হওয়ার পিছনে হাত আছে কৌশিকীর, ট্রোল নেটপাড়ায়

Super Singer Season 3: সুচিস্মিতা সুপার সিঙ্গারের বিজেতা হওয়ার পিছনে হাত আছে কৌশিকীর, ট্রোল নেটপাড়ায়

সুচিস্মিতা সুপার সিঙ্গারের বিজেতা হওয়ায় নেটিজেনদের নিশানায় এলেন কৌশিকী

বেশিরভাগ রিয়েলিটি শো-র শেষে সেটার বিজেতাকে নিয়ে চলে ট্রোলিং। সারেগামাপা-র পর একই ছবি দেখা গেল সুপার সিঙ্গারের ক্ষেত্রেও। এবার নিশানায় কৌশিকী।

গত রবিবার ছিল সুপার সিঙ্গার সিজন৩-র গ্র্যান্ড ফিনালে। এদিন বিজেতার শিরোপা ওঠে সুচিস্মিতা চক্রবর্তীর মাথায়। টানা ১০ ঘণ্টা ধরে চলেছিল ফাইনালের অনুষ্ঠান। তবে বিজয়ীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমস্যা। সুচিষ্মিতা এই জয়ের যোগ্য না বলে দাবি তুলেছেন তাঁরা।

ফাইনালের দিন মঞ্চে একসাথে ছিলেন দেব-জিৎ। হাজির হয়েছিলেন বলিউডের 'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিতও। বাংলার এই ইতিহাসে এই প্রথম কোনও মিউজিক রিয়্যালিটি শো দীর্ঘ ১০ ঘন্টা ধরে চলল। বিগত ৩ মাস ধরেই বেশ ভালোই ফলাফল ছিল এই শো-র। TRP-ও মন্দ নয়। দাদাগিরি-র মতো শো-কেও কড়া টক্কর দিয়ে আসছিল।

সুচিস্মিতা জয়ের পিছনে গুরু কৌশিকী চক্রবর্তীর হাত আছে বলে দাবি তুলেছেন কেউ কেউ। অভিযোগ তাঁর পক্ষপাতিত্বের কারণেই এমনটা হল। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়া উত্তাল। তাই কেউ মনে করছেন, 'বিজেতা কে হবে তা আগে থেকেই ঠিক ছিল'। কেউ আবার মন্তব্য করেছেন, 'আমার তো মনে হয় এই মেয়েটা প্রথম তিনে থাকারই যোগ্য নয়।'

সুপার সিঙ্গার সিজন ৩-এ দ্বিতীয় স্থানে এসেছেন মানসী ঘোষ এবং যুগ্ম তৃতীয় কুমার গৌরব চক্রবর্তী ও প্রণয় মজুমদার। পপুলার চয়েজে বিজয়ী হয়েছেন সৌমি ঘোষ। প্রথম থেকেই নেটপাড়ার হিসেবে এগিয়ে ছিলেন প্রণয়, মানসী আর সৌমি।

এর আগে ইমন চক্রবর্তীকেও ঠিক একই রকম ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল বাংলা সারেগামাপা-র বিজেতা অর্কদীপ মিশ্র ঘোষণা হওয়ার পর। ইমনকে নিয়ে সেইসময় সোশ্যাল মিডিয়ায় এত নোংড়া নোংড়া মন্তব্য হয়েছিল যে লাইভে এসে সেসব ট্রোলারদের সমালোচনা করেছিলেন তিনি। যদিও কৌশিকী এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

বন্ধ করুন