নেটদুনিয়ায় মাঝেমাঝেই নজর কাড়ে সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তীর দাম্পত্যের ঝলক। সেটা মনও কেড়ে নেয় নেটদুনিয়ায়। বর্তমানে তাঁরা দুই ছেলের মা-বাবা। তবে তাতেও কখনো প্রকাশ্যে ভালোবাসা জাহির করতে পিছ পা হন না! বলে রাখা ভালো, সুদীপের দ্বিতীয় স্ত্রী পৃথা, এমনিতে অভিনয়ের দুনিয়ায় নেগেটিভ রোলে কাজ করলেও, বাস্তবে কিন্তু তিনি বেশ রোম্যান্টিক।
রবিবারই একটি ছবি শেয়ার করলেন সুদীপ সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা গেল, বউ পৃথার জামা গায়ে পরে নিয়েছেন। এখানেই শেষ নয়, গালে হাত দিয়ে ছবির জন্য পোজও দিয়েছেন। আর সঙ্গে এই একই জামা পরে থাকা পৃথার একটা ছবি দিয়ে কোলাজ বানিয়েছেন। ক্যাপশনে লিখেছন, ‘হ্যালো সিস্টার’।
আরও পড়ুন: ভুল ভুলাইয়া ৩ অশ্বমেধের ঘোড়া, পিছিয়ে গিয়েও হুঙ্কার সিংঘমের, ১০ম দিনে কার কত আয়
বরের এমন কাণ্ডে পৃথা রীতিমতো হেসে খুন। অনেকগুলো হাসির ইমোটিকন দিয়েছেন তিনি কমেন্ট। দেখুন সেই পোস্ট-
নিজেকে 'পত্নীনিষ্ঠ ভদ্রলোক' হিসেবেই পরিচয় দেন সুদীপ। পৃথাও কিন্তু তেমনটাই মনে করেন। কাজের বাইরে, একে-অপরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। দুই ছেলেকেও সময় দেন। ঠোঁটে ঠোঁট রেখে চুমু হোক বা কোলে বসিয়ে রোম্যান্টক পোজে তোলা ছবি, এই দম্পতির নানারকম ছবিই রয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর তা বেশ পছন্দও করে তাঁদের ভক্তরা।
আরও পড়ুন: বেনারসে গঙ্গাপাড়ে আরতি করলেন পরিণীতি চোপড়া, রাঘব চাড্ডা! ছিল পরিবারই, দেখুন
আরও পড়ুন: কপিলের শো-তে ফিরলেন সিধু, কেন বাদ যান ২০১৯ সালে? দর্শকদের প্রশ্ন, ‘এবার অর্চনার কী হবে’
সুদীপ-পৃথার দাম্পত্যের বয়স ৯। তাঁদের দুই ছেলে, ঋদ্ধি আর বালি। বয়সে অনেকটাই ছোট পৃথা। ২৫ বছরের পার্থক্য কোনো কম কথা নয়। তবে তাঁরা প্রমাণ করেছেন, বয়স শুধুই একটা সংখ্যা। এক নাচের অনুষ্ঠানে পৃথাকে দেখে তাঁর কাজল কালো চোখে। তারপর ফেসবুক চ্যাটে কথা হয়। যদিও প্রেম নিবেদন করেছিলেন পৃথাই। যা নিয়ে সুদীপ এক সাক্ষাৎকারে বলেছিলেন, সিরিয়ালে ওরকম ডাকাবুকো অভিনয় করলেও, বাস্তবে বেশ লাজুক তিনি। কখনো কাউকে প্রেমের প্রস্তাবও দেওয়া হয়ে ওঠেনি তাঁর। এমনকী, পৃথা আর দামিনী (দামিনী বেনী বসু, অভিনেতার প্রথম স্ত্রী) দুজনেই নাকি প্রেম প্রস্তাব দিয়েছিল তাঁকে। বললেন, ‘আমি নিজে থেকে এগোতে পারি না। আসলে খুবই ভিতু এবং লাজুক মানুষ। মার খাওয়া এবং রিজেক্টেড হওয়ার ভয়ে কোনওদিনও কোনও মহিলার দিকে ঝুঁকিনি।’