বাংলা নিউজ > বায়োস্কোপ > RG Kar-Sudip: ‘যেন একদিনের পিকনিক না হয়…’! আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মেয়েরা রাস্তায়, সচেতন করলেন সুদীপ মুখোপাধ্যায়

RG Kar-Sudip: ‘যেন একদিনের পিকনিক না হয়…’! আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মেয়েরা রাস্তায়, সচেতন করলেন সুদীপ মুখোপাধ্যায়

আরজি কর নিয়ে প্রতিবাদে সামিল অভিনেতা সুদীপও।

বুধবার রাতে বাংলার নানা প্রান্তে প্রতিবাদে সামিল হওয়া মহিলাদের ভিতরে জ্বলতে থাকা আগুন আরও বাড়িয়ে দিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। আরজি করের মহিলা ডাক্তারের মৃত্যুতে হওয়া জোরালো প্রতিবাদ নিয়ে দিলেন ভিডিয়ো বার্তা। 

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাত জমায়েতের ডাক দিয়েছেন বাংলার নানা স্তরের মহিলারা। তাতে যেমন রয়েছেন তারকারা, তেমনি চাকরিরতা বা স্কুল পড়ুয়া মেয়েরা, গৃহবধূরা। সকলেই চান, এই ঘটনার কঠোর থেকে কঠোরতর শান্তি।

বুধবার রাতে বাংলার নানা প্রান্তে প্রতিবাদে সামিল হওয়া মহিলাদের ভিতরে জ্বলতে থাকা আগুন আরও বাড়িয়ে দিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। তাঁর একটি ভিডিয়োবার্তা শেয়ার করে নিলেন পৃথা। অভিনেতার বলা প্রতিটা কথা যেন অগ্নিস্ফূলিঙ্গ।

সুদীপকে বলতে শোনা গেল, ‘আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা কোনও বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করি না। শুধুমাত্র একজন মহিলা ডাক্তারের নিরাপত্তা কেন। কেন প্রতিটা শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত থাককবে না। দিনের পর দিন, বছরের পর বছর ধরে, একটার পর একটা ঘটনা ঘটে গেছে। একটা মিছিল হয়েছে। মোমবাতি নিয়ে মানুষ হেঁটেছে। তারপর দু দিন বাদে সবাই সেটা ভুলে গেছে। বিচারের বাণী নিভৃতে পড়ে পড়ে কেঁদেছে। বিচার আসেনি।

আরও পড়ুন: ‘শর্টস পরে হাঁটব, আমিও কি তাহলে ধর্ষণযোগ্য’! আরজি কর-কাণ্ডে ফুঁসে উঠলেন শ্রীলেখা

শুধুমাত্র মহিলারা কেন, হোস্টেলে র‌্যাগিং হচ্ছে, ছাত্র র‌্যাগিং সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। যৌন নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। এমন মার মারা হচ্ছে, সে মারা যাচ্ছে। অথচ বিচার হচ্ছে না। আমাদের সামাজিক সুরক্ষা কোথায়?

আজকে যে আন্দোলন, আজকে যে রাতে রাস্তায় নামছে সবাই, যে রাতের শহর যেন মহিলাদের জন্য নিরাপদ থাকে, তা কেন? সকলের জন্য নিরাপদ থাকবে। রাত কেন দিনেও থাকবে। এটা তো আমাদের সামাজিক অধিকারের মধ্যে পড়ে, সামাজিক নিরাপত্তা।

আরও পড়ুন: ‘যারা জমায়েতে আসতে পারবেন না…’! আরজি কর ধর্ষণের প্রতিবাদ বাড়ি বসেও করতে পারবেন, উপায় বাতলে দিলেন স্বস্তিকা

আজকের এই রাতের আন্দোলন, রাতে মাঠা নামা যেন একদিনের পিকনিক না হয়ে দাঁড়ায়। এই আন্দোলন তখন সার্থক হবে যখন বিচার পাওয়া অবধি দিনের পর দিন আন্দোলন চলবে। সেই আগুনটা যেন মনের মধ্যে থাকে। এ দেশ আমার, এ রাজ্য আমার, এ শহর আমার। এই শহরের প্রতিটি মানুষ, পুরুষ ও নারী আমার বন্ধু। এটা আমাদের মনে রাখতে হবে। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। বিচার চাই, সুবিচার চাই। আমাদের ভিতরের মানুষ জাগুক, মনুষত্ব জাগুক। চিৎকার করে স্লোগান উঠুক, গর্জন উঠুক, আকাশ বাতাস কেঁপে যাক। এমন আন্দোলন চাই। আন্দোলন চাই আমাদের সম্পূর্ণ সুরক্ষার।’

আরও পড়ুন: ‘ভিড়ের সুযোগ নিয়ে পশ্চাৎদেশে চিমটি…’! আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত জমায়েত নিয়ে যা লিখল সারেগামাপার অনন্যা

সুদীপের বক্তব্যের সঙ্গে সহমত নেট-নাগরিকরা। বর্তমানে প্রয়াত ডাক্তার মহিলার মৃত্যুর তদন্ত করছে সিবিআই। সকলের আশা, জলদি মিলবে বিচার। 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.