স্ত্রীর সঙ্গে সেই ভাবে সম্পর্ক না থাকলেও সন্তানদের নিয়ে কিন্তু বেশ ভালোই সময় কাটানোর সুদীপ মুখোপাধ্যায়। এবার ছোট ছেলের সঙ্গে একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করতে দেখা গেল অভিনেতাকে। বাথরুমে ছেলের সঙ্গে কী করলেন অভিনেতা?
বাবাদের সঙ্গে সন্তানদের একটা আলাদাই সম্পর্ক থাকে। মেয়ে তো বটেই, ছেলেরাও ছোট থেকে বাবাকে দেখেই বড় হয়। কারও কাছে বাবা সুপারম্যান, কারও কাছে আবার আইডল। সুদীপ মুখোপাধ্যায়ের সন্তানের কাছেও বাবা ঠিক তেমনি একজন সুপারহিরো, যিনি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
সুদীপ মুখোপাধ্যায়, যাকে বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিকের নতুন কাকু নামেই চেনে সকলে। ব্যক্তিগত জীবনে স্ত্রীর সঙ্গে সেই ভাবে ভালো সম্পর্ক না থাকলেও দুই সন্তানকে নিয়ে কিন্তু মাঝেমধ্যে সময় কাটান তিনি। এই বছর দুর্গাপুজোয় ছেলেদের নিয়ে প্রতিমা দর্শন করতেও বেরিয়েছিলেন অভিনেতা।
ছেলের সঙ্গে সময় কাটানোর একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। বাবার মতোই দাড়ি কামানোর ইচ্ছে জেগেছে ছেলের, সন্তানের আবদার রাখতেই হবে তাই একেবার ছেলের দাড়ি কামানোর ব্যবস্থা করলেন বাবা। নিজের হাতেই অবিকল বড়দের মতোই ছেলের দাড়ি কামিয়ে দেন সুদীপ। বাবা ইচ্ছে পূরণ করতেই খুশি ছেলেও।
তবে অভিনেতার ফেসবুক ঘাটলেই বুঝতে পারবেন এর আগেও একাধিকবার ছেলেদের এই আবদার রেখেছেন তিনি। এতে যেমন ছেলেরা নিজেদের বাবার মতো বড় বলে ভাবে, মজা পায়, তেমন অন্যদিকে কাজের ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটানো হয় সুদীপের।
সুদীপ এবং পৃথার বৈবাহিক জীবনে সমস্যা হলেও বাবা-মা হিসেবে নিজেদের দায়িত্ব সমানভাবে পালন করে চলেছেন তাঁরা। সন্তানরা যাতে কোনওভাবে কষ্ট না পায়, সেই দিকে কড়া নজর দুজনেরই। তাই প্রতিদিনের জীবন হোক অথবা উৎসব, সবকিছু ফেলে আগে সন্তানদের সময় দেওয়ার চেষ্টা করেন সুদীপ।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
প্রসঙ্গত, চলতি বছর দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন সিঁথিতে সিঁদুর পরে মাকে বরণ করতে গিয়ে কটাক্ষের সম্মুখীন হন অভিনেতার স্ত্রী পৃথা। যদিও এই কটাক্ষের উপযুক্ত জবাব দেন তিনি। তবুও স্বামীর সঙ্গে ডিভোর্সের পর এইভাবে সিঁদুর পড়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি আদৌ বিচ্ছেদ ঘটেছে?