শুক্রবার ছিল কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। সেদিন 'কাইন্ডস অফ কাইন্ডনেস'-এর স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার আগে রেড কার্পেটে হাঁটেন বলি ডিভা ঐশ্বর্য রাই বচ্চন। পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের তৈরি ফিরোজা ও রূপালি রঙের ঝলমলে গাউনে সেজে উঠেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর পোশাক দেখেই রাইসুন্দরীকে নিয়ে ট্রোলের রোল উঠেছে নেটপাড়ায়। তবে শুধু নেটিজেনরাই নন, অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ও অভিনেত্রীর পোশাকের সমালোচনা করেছেন।
সমাজ মাধ্যমের পাতায় ঐশ্বর্যর ছবি দেখে সুদীপা কমেন্ট করেন। তিনি ইংরেজিতে যা লেখেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'যখন তিনি ভারতের হয়ে প্রতিনিধত্ব করছেন, তখন চাইলেই তিনি একটি কাঞ্জিভরম বা ডিজাইনার শাড়ি পরতে পারতেন, কিন্তু তা তিনি করলেন না, কেন? যেখানে দীপিকা থেকে আলিয়া সকলকেই শাড়ি পরে আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠান গুলিতে দেখা গিয়েছে, সেখানে উনি কেন শাড়ি পরলেন না? ভয়ঙ্কর দেখতে লাগছে ওঁকে। দেখে মনে হচ্ছে অতি বেশি আত্মবিশ্বাসী, এক উন্নাসিক সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। আমি ওঁর একজন গুণমুগ্ধ ভক্ত। কিন্তু ওঁর এই সাজ দেখে সত্যি আমার মন ভেঙে গিয়েছে। ঐশ্বর্য অতন্ত্য গুণী একজন অভিনেত্রী। কিন্তু বর্তমানে ওজন বেড়ে যাওয়ার পর থেকেই দেখে মনে হয় তিনি যেন আত্মবিশ্বাস হারিয়েছে।'

তবে কেবল সুদীপা নন, রাহুল দেব বোস তাঁর ছবি দেখে মন্তব্য করেন, 'কেন তিনি ঝলমলে ময়ূরের মতো পোশাক পরেছেন?' পাশাপাশি মানসি সিনহাকেও কমেন্ট করেন, 'ইহা কী বস্তু?'


আরও পড়ুন: 'এই পোশাকের অনুপ্রেরণা কি জন্মদিনের পার্টি?' Cannes-এ ঝিকিমিকি পোশাক পরায় চরম ট্রোল্ড ঐশ্বর্য
প্রসঙ্গত, নেটিজেনরাও অভিনেত্রীকে নানা ভাবে কটাক্ষ করেছেন। তবে বেশির ভাগই আঙুল তুলেছেন তাঁর পোশাকশিল্পীর দিকে। তাঁর পোশাক দেখে একব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'এই পোশাকের অনুপ্রেরণা কী ছিল? জন্মদিনের পার্টি? আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন, ঐশ্বর্য।' অন্য আর এক এক্স ব্যবহারকারী শিবাঙ্গী যাদব তাঁর এক্স হ্যান্ডেলে 'কান'-এর দ্বিতীয় দিনে নায়িকার একটি ছবি শেয়ার করে লেখেন, 'ঐশ্বর্য আপনার কাছে আমার আন্তরিক আবেদন দয়া করে আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন। আপনি এত সুন্দরী, কিন্তু এটা কেমন পোশাক বলুনতো! আমি আশ্চর্য হয়ে যাচ্ছি।' অন্য আরও এক এক্স ব্যবহারকারী লেখেন, 'আমি জানি না কেন কিন্তু আমার দেখে মনে হচ্ছে ঐশ্বর্যর স্টাইলিস্ট তাঁকে মেট গালার জন্য সাজিয়েছেন কানের জন্য নয়।'
আরও পড়ুন: প্রথমবার Cannes-এর মঞ্চে কিয়ারা! সাদা পোশাকেই কাড়লেন লাইমলাইট
মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বৃহস্পতিবার ফ্রেঞ্চ রিভেরায় পৌঁছেছিলেন ঐশ্বর্য। তিনি ছাড়াও কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ অন্যান্য ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে উপস্থিত ছিলেন কিয়ারা আডবানী, অদিতি রাও হায়দারি-সহ আরও অনেকে।