সুদীপা চট্টোপাধ্যায় মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন তাঁর নানা কাজ, কর্মের জন্য। তবে রান্নাঘর ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পর তাঁকে আর সেই অর্থে টিভির পর্দায় দেখা যায়নি। সদ্যই জি বাংলার পর্দায় ফের কুকারি শো রন্ধনে বন্ধন শুরু হলেও সেখানে সঞ্চালিকা হিসেবে দেখা যায়নি তাঁকে। আছেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। তবে দেশের কোনও কুকারি শোয়ের দায়িত্ব না পেলেও বিদেশের একটি শোয়ের সঞ্চালনার ডাক পেয়েছেন তিনি। সেখানেই এবার পাড়ি দিলেন তিনি ভারতের প্রতিনিধিত্ব করতে।
সুদীপা চট্টোপাধ্যায়কে এবার বাংলাদেশের একটি রান্নার শো সঞ্চালনা করতে দেখা যাবে। মাছরাঙা টিভিতে তারিন জাহানের সঙ্গে তিনি সেই শোয়ের সঞ্চালনা করবেন বলে এদিন নিজেই জানিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়।
সুদীপা চট্টোপাধ্যায়ের নতুন পোস্ট
এদিন সুদীপা চট্টোপাধ্যায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর ছেলে আদিদেবের হাত ধরে বিমানবন্দর চত্বরে হাঁটছেন। এই ভিডিয়ো পোস্ট করে এদিন সুদীপা লেখেন, 'বাংলাদেশের সঙ্গে আরও একটু সোফির শুরু হল। মাছরাঙা টিভি চ্যানেলের একটি নতুন কুকারি শোয়ের সঞ্চালনা করব। এখানে আমি প্ল্যাটফর্ম ভাগ করে নেব সেখানকার বিখ্যাত অভিনেত্রী তারিন জাহানের সঙ্গে। আর এখানে আমি নিজের দেশ ভারতের প্রতিনিধিত্ব করব। সত্যিই একটা দারুণ গর্বের মুহূর্ত আমার এবং আমার পরিবারের জন্য।'
এদিন সুদীপা তাঁর পোস্টে আরও লেখেন, 'সঙ্গে আমার প্রাণ, আমার নয়নের মণি আমার ছেলে আদিদেবকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। ওর গরমের ছুটি চলছে তাই।'
আরও পড়ুন: 'এই ধরনের হামলার চরম নিন্দা করছি', রবিনাকে হেনস্থা করার ঘটনায় অভিনেত্রীকে সমর্থন কঙ্গনার
সুদীপা চট্টোপাধ্যায়ের নিজের নতুন শো
এই বিষয়ে বলে রাখা ভালো সুদীপা চট্টোপাধ্যায় সদ্যই তাঁর একটি নিজের শো শুরু করেছেন। সুদীপা চট্টোপাধ্যায়ের নতুন শো সুদীপার সংসার শুরু হতে চলেছে শীঘ্রই। এবার সেই শোয়ের বিষয়ে আপডেট দিলেন তিনি। তিনি নিজের মতো করে এই শো চালাবেন। আগেই সুদীপার সংসারের বিষয়ে তিনি তাঁর ফলোয়ারদের জানিয়েছিলেন। এবার কী জানা গেল?
সুদীপা জানিয়েছেন তাঁর অনুরাগীরা যতই তাঁকে আবারও রান্নাঘরে দেখতে চান না কেন, অভিনেত্রী নিজেকে সেখানে সীমাবদ্ধ রাখতে চান না। বরং তিনি যেমন কথা দিয়েছিলেন সাড়ম্বরে সুদীপার সংসার আনবেন তেমনটাই করতে চলেছেন। সেখানে তিনি তাঁর রান্নার নানা টিপস যেমন জানাবেন তেমনই নারী স্বাধীনতা, নারীদের নিজেদের পায়ে দাঁড়ানোর বিষয়ে নানা কথা বলবেন। এই শো ইউটিউবে দেখা যাবে অভিনেত্রীর নিজের চ্যানেলে। এই শোয়ের সঙ্গে বাবুল সুপ্রিয়র সঙ্গে হাত মিলিয়েছিলেন সুদীপা। তাঁরা দুজন মিলে এটির টাইটেল ট্র্যাক গেয়েছেন।