সুদীপা চট্টোপাধ্যায়কে ছাড়াই একটু রকমফের এনে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন রান্নার শো। এর আগে টানা প্রায় দুই দশক ধরে এই চ্যানেলে সুদীপার রান্নাঘরের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন তিনি। শিখিয়েছেন নিত্য নতুন রান্না এবং রান্নার টিপস। তারপর ২০২২ সালে যখন সেই শো শেষ হয় তখন তিনি তাঁর শাড়ির ব্যবসা এবং সংসারে মন দেন। এবার তিনি আবারও ফিরতে চলেছেন। নতুন শো নিয়ে। তবে এবার আর জি বাংলার পর্দায় নয়। বরং ইউটিউবে দেখা যাবে সেই শো।
আরও পড়ুন: 'স্বামী' এবার আর 'ড্যান্স নম্বর' নয়, বরং রোম্যান্টিক সং! শ্রেয়ার গানে জমল রশ্মিকা-আল্লুর রসায়ন
সুদীপার নতুন শো সুদীপার সংসার
সুদীপা চট্টোপাধ্যায়ের নতুন শো সুদীপার সংসার শুরু হতে চলেছে শীঘ্রই। এবার সেই শোয়ের বিষয়ে আপডেট দিলেন তিনি। তিনি নিজের মতো করে এই শো চালাবেন। আগেই সুদীপার সংসারের বিষয়ে তিনি তাঁর ফলোয়ারদের জানিয়েছিলেন। এবার কী জানা গেল?
সুদীপা জানিয়েছেন তাঁর অনুরাগীরা যতই তাঁকে আবারও রান্নাঘরে দেখতে চান না কেন, অভিনেত্রী নিজেকে সেখানে সীমাবদ্ধ রাখতে চান না। বরং তিনি যেমন কথা দিয়েছিলেন সাড়ম্বরে সুদীপার সংসার আনবেন তেমনটাই করতে চলেছেন। সেখানে তিনি তাঁর রান্নার নানা টিপস যেমন জানাবেন তেমনই নারী স্বাধীনতা, নারীদের নিজেদের পায়ে দাঁড়ানোর বিষয়ে নানা কথা বলবেন।
এদিন ইনস্টাগ্রামে সুদীপা চট্টোপাধ্যায় তাঁর এই শোয়ের পোস্টার শেয়ার করেন। এই শো ইউটিউবে দেখা যাবে অভিনেত্রীর নিজের চ্যানেলে। এই শোয়ের সঙ্গে বাবুল সুপ্রিয়র সঙ্গে হাত মিলিয়েছিলেন সুদীপা। তাঁরা দুজন মিলে এটির টাইটেল ট্র্যাক গেয়েছেন। সেটার আপডেটও তিনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: প্রিয়াঙ্কার মায়ের চোখে সলমন 'আদর্শ পুরুষ', আর শাহরুখ-অক্ষয়রা 'ব্যবসায়ী'
আরও পড়ুন: 'ঘণ্টা টিপে দাও গাইজ...' আইপিএলের ট্রফি জিতেই ব্লগিংয়ের চেষ্টা রিঙ্কুর! কথা শুনে হেসে খুন নেটপাড়া
প্রসঙ্গত ২০০৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জি বাংলার রান্নাঘরের দায়িত্ব সামলেছিলেন তিনি। যদিও মাঝে ২০১৮ সালে সেই শো ছেড়ে দেন। তারপর আবার ২০২০ তে ফিরে আসেন এবং শোয়ের শেষদিন পর্যন্ত সঞ্চালনার দায়িত্ব সামলান। তিনি যতদিন ছিলেন না ততদিন অপরাজিতা আঢ্য, উষসী রায়, তিয়াশা লেপচা শোটির সঞ্চালনা করেছেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষবারের মতো সম্প্রচারিত হয়েছিল এই শো। তবে এই বছর সম্প্রতি সেখানে আবারও নতুন রান্নার শো শুরু হয়েছে যার নাম রন্ধনে বন্ধন। এটির সঞ্চালনা করছেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ।