চিরকালই পশুপ্রেমী হিসেবে পরিচিত সুদীপা চট্টোপাধ্যায়। বাড়িতে গেলেই দেখা যাবে একাধিক পোষ্য। সমাজ মাধ্যমে যে ভিডিয়ো তিনি তুলে ধরেন, সেখানেও দেখতে পাওয়া যায় তাদের। কিন্তু শনিবার রাতে সুদীপার পোস্ট করা ভিডিয়ো দেখে শিউরে উঠলেন সকলে।
এ কি অবস্থা অভিনেত্রীর! ছলছল চোখে অভিনেত্রীকে বলতে শোনা যায়, তাঁর বাড়ির আদরের একটি পোষ্যকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুজো কাটতে না কাটতেই হঠাৎ করে উধাও হয়ে গেছে সে। অভিনেত্রীর ভাইদের পোষ্য পার্শিয়ান বিড়াল, যেটি কিনা সকলের ভীষণ প্রিয়, তাকে আচমকাই দেখতে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: হইচইতে একের পর এক রহস্য ভেদ, ‘ইন্দু’-র পর এবার আসছে ‘কালরাত্রি’-র নতুন সিজন
আরও পড়ুন: পরিবারের সঙ্গে বিদেশ সফর দেবের, ‘রঘু ডাকাত’ পেতে চলেছে আন্তর্জাতিক তকমা
তবে বাড়ি থেকে সে উধাও হয়নি, অভিনেত্রীর ভাইজি আদরের পোষ্যকে কুঁদঘাটের এক পশুদের ক্রেসে রেখে বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, আদরের পোষ্যটি (গজু) নিখোঁজ! প্রতিবেশীদের অনুমান, ওই বিড়ালটিকে পশু কেন্দ্রের কোনও সদস্যই মেরে ফেলেছে!
কেন এমন মনে হল? প্রতিবেশীদের দাবি অনুযায়ী, ওই পশু কেন্দ্র থেকে নাকি এর আগেও একাধিক পশুকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল। প্রায়শই দুর্গন্ধে টিকতে পারে না এলাকার লোকেরা। সুদীপার ভাইজির বিড়ালটির সঙ্গেও এমনটাই হয়েছে বলে আশঙ্কা এলাকাবাসীদের।
আরও পড়ুন: '৪টি ছবি দেখে আমার উপলব্ধি...', দেব না আবির, কাকে বেশি নম্বর দিলেন কৌশিক?
আরও পড়ুন: 'বাপ ঠাকুরদার ভিটে বেচেই তো ...', হঠাৎ কাদের ওপর রেগে গেলেন মধুবনী?
সমাজমাধ্যমে লাইভে এসে আদরের পোষ্যটির ব্যাপারে কথা বলতে বলতে নিজেকে সামলাতে পারেননি অভিনেত্রী। বারবার তাঁকে কেঁদে ফেলতে দেখা যায়। লাইভে ভাইজির সঙ্গেও পরিচয় করিয়েছেন সুদীপা। গোটা ব্যাপারটি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে রিজেন্ট পার্ক থানায়। যদিও এই অভিযোগ মানতে নারাজ ক্রেস মালিক।
ওই ক্রেস এবং ক্রেস মালিককে সোশ্যাল মিডিয়ায় সনাক্ত করিয়েছেন অভিনেত্রী। সকলকে বারবার সাবধান করিয়েছেন, পোষ্যকে কোথাও রাখার আগে যেন বারবার সচেতন হন সকলে। ক্ষণিকের ভুলের জন্যেও হয়ে যেতে পারে বড় বিপদ। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের বাড়ির পোষ্যই তাঁদের বাড়ির পরিবারের মতোই হয়, তাই তাদের হারিয়ে যে মন খারাপ হবে সেটাই স্বাভাবিক।