১৪৪ বছর পর ফের মহাকুম্ভ চলছে প্রয়াগরাজে। লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে। বলিউড তারকা থেকে ব্যবসায়ী, নেতা মন্ত্রী, সাধারণ মানুষ কেউ বাদ নেই। এমন অবস্থায় তীর্থ যাত্রীদের খানিক ব্যঙ্গ করলেন রান্নাঘর খ্যাত সুদীপা।
আরও পড়ুন: খালি অরিজিতের বাড়িতে আড্ডা নয়, জিয়াগঞ্জের স্থানীয় দোকান থেকে মিষ্টি - লস্যি খেলেন এড শিরান!
কী ঘটেছে?
এদিন সুদীপা চট্টোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রামে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন মহাকুম্ভ নিয়ে। সেখানে তিনি লেখেন, 'ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি। আমার আশেপাশের প্রায় সবাই মহাকুম্ভে ডুব দিয়ে দিলে তাঁদের তো সবারই মোক্ষলাভ হয়ে যাবে। ভূত হয়ে একা একা বাঁচবো কী করে? মগডালে পা ঝুলিয়ে - আড্ডা হবে না?' এরপর তিনি আনন্দবাজারকে দেওয়া এই বিষয়ে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'সবটাই এখন হুজুগ। অন্যরা করছে বলে আমাকেও করতে হবে। নইলে যেন জীবন বৃথা। ছোট থেকে কখনও প্রয়াগরাজের কথা শুনিনি। শুনেছি গঙ্গাসাগরের কথা। যাঁরা এখন কুম্ভে যাচ্ছেন তাঁরা গঙ্গাসাগর যান না কেন? ওখানে অত দেখনদারি, জৌলুস নেই বলে?'
এদিন তিনি খোঁচা দিয়ে আরও বলেন, 'কুম্ভে নৌকো ভাড়া করে ফাঁকা গঙ্গা ছবি তুলে এটা বোঝাতে ব্যস্ত সবাই যে আমি গুরুত্বপূর্ণ নাগরিক। ভিআইপি পাস নিয়ে ক্ষমতার প্রদর্শন করে বোঝাতে চাইছেন যে হেমা মালিনী আর তাঁদের মধ্যে কোনও ফারাক নেই।' সুদীপা চট্টোপাধ্যায়ের মতে এঁরা ব্যক্তিগত জীবনে অত গুরুত্ব পাচ্ছেন না বলেই বাইরের দুনিয়া থেকে সেই গুরুত্ব পেতেই এটা করছেন।
সুদীপা চট্টোপাধ্যায় সাফ সাফ জানান তাঁর মতে এভাবে ঈশ্বলাভ হয় না। ঈশ্বর ভক্তি বিষয়টা ব্যক্তিগত। সেখানে এত চিৎকার, ভিড়, ধাক্কাধাক্কির মধ্যে ঈশ্বরের সঙ্গে সংযোগ সম্ভব নয় বলেই তিনি মনে করেন।
আরও পড়ুন: আম্বানি পরিবারের ৪ প্রজন্মের পুণ্যস্নান ত্রিবেণীতে, কোকিলাবেন, মুকেশ সহ মহাকুম্ভে এসেছেন কারা কারা?