3/5যদিও নেটপাড়ার চোখ আটকেছে সুদীপ্তার গলার কাছে থাকা একটি লাল দাগে। প্রশ্ন তুলেছেন ‘লাভ বাইটস’ নিয়ে। এক অনুরাগী মন্তব্য করেন, ‘খুব সুন্দর আর ডিসেন্ট লাগছে আপনাকে। সাথে লাভ বাইটস আর লালচে ভাবটাও রয়ে গিয়েছে গলায়।’
4/5চার বছর প্রেমের পর বিয়ের মণ্ডপে বসেন সুদীপ্তা আর সৌম্য়। যদিও রাজকীয় এই বিয়ের প্রস্তুতি চলছিল বছরখানেক ধরেই। এক বিজয়া সম্মেলনীতে প্রথম দেখা হয় দুজনের। তারপর সেই আলাপই গড়ায় প্রেমে।
5/5আপাতত বরের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। সংবাদমাধ্যমকে বলতে শোনা যায়, ‘শ্বশুর মশাই, আমার মাম্মাম (শাশুড়ি), আমার ননদ- সকলের থেকে এতো ভালোবাসা পাচ্ছি, আমি সত্যি সৌভগ্যবতী।’ অভিনেত্রী সদ্য ফিরেছেন সোহাগ জলের সেটেও। যেখানে বেণীর চরিত্রে অভিনয় করছেন তিনি।