Sudipta drops ‘banerjee’ surname: সুদীপ্তা আর বন্দ্যোপাধ্যায় নন, বিয়ের পর নিজের বাবার পদবি নামের পাশ থেকে মুছে স্বামীর পদবি (বক্সী) যোগ করলেন সুদীপ্তা।
1/7চলতি মাসের প্রথম দিনই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় থুড়ি সুদীপ্তা বক্সী। হ্যাঁ, এখন থেকে এটাই পরিচয় ‘সোহাগ জল’-এর বেণীর। বিয়ের পর নাম বদলে ফেললেন নায়িকা। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7বিয়ের পর দেখা যায়, অনেক স্ত্রী বদলে ফেলেন নিজের নাম। নিজের নামের সঙ্গে জুড়ে দেন স্বামীর পদবি। সুদীপ্তা রীতিমতো বন্দ্যোপাধ্যায় পদবি সরিয়ে বক্সী পদবি জুড়লেন নামের পাশে। (ছবি-ফেসবুক)
3/7সম্প্রতি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের নাম বদলে ফেললেন সুদীপ্তা। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বন্দ্যোপাধ্যায় পদবি মুছে ফেলেছেন তিনি। (ছবি-ইনস্টাগ্রা্ম)
4/7বিয়ের পর নাম বদলের সিদ্ধান্ত সম্পূর্ণরূপেই নারীর একার। নায়িকাদের অনেকেই এই নিয়ম মেনে চলেন, আবার কেউ বিয়ের আগে নামই অটুট রাখতে চান। ঋতুপর্ণা, পাওলি থেকে শুভশ্রী-- এই সকল টলি নায়িকাদের কেউই বিয়ের পর নাম পাল্টাননি। বলিউডেও ছবিটা খুব বেশি আলাদা নয়। দীপিকা, অনুষ্কা, ক্যাটরিনা-রা বরের পদবি নিজের নামের সঙ্গে জোড়েননি। কিন্তু সেক্ষেত্রে উলটো পথের পথিক সোনম কাপুর, করিনা কাপুর, ঐশ্বর্য রাইরা। নিজেদের পদবির পাশাপাশি স্বামীর পদবিও ব্যবহার করেন এই অভিনেত্রীরা।
5/7তৃণমূলের যুবনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সী-পুত্র সৌম্য বক্সীর সঙ্গে গত তিন বছর ধরে সম্পর্কে ছিলেন সুদীপ্তা। বিয়ের পরই বউকে ‘নতুন মিসেস বক্সী’ বলে সম্বোধন করা শুরু করেন সৌম্য। (ছবি সৌজন্যে- বুলান ঘোষ)
6/7বিয়ে মিটলেও হানিমুনে যায়নি এই জুটি। বিয়ে পরবর্তী আচার-অনুষ্ঠান নিয়েই আপতত ব্যস্ত তাঁরা। মধুচন্দ্রিমার প্ল্যান যে তাকে তোলা রয়েছে তাও স্পষ্টই জানিয়েছেন সুদীপ্তা। কালীপুজোর পর দুজনে কোথাউ ঘুরতে যাবেন। (ছবি-ইনস্টাগ্রাম)
7/7আপতত সোহাগ জলের সেট বেণীর অপেক্ষায়। ১৫ তারিখের পরই শ্যুটিংয়ে ফেরার কথা নতুন বউয়ের। বিয়ের পর কেরিয়ার কিন্তু সমানতালে বজায় রাখবেন মিসেস বক্সী। (ছবি-ইনস্টাগ্রাম)