বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta Banerjee: মুখবদল ‘সোনা রোদের গান’-এ, ‘নাগিন ৬’ খ্যাত অভিনেত্রী এবার এন্ট্রি নিলেন গল্পে

Sudipta Banerjee: মুখবদল ‘সোনা রোদের গান’-এ, ‘নাগিন ৬’ খ্যাত অভিনেত্রী এবার এন্ট্রি নিলেন গল্পে

পালটে গেল মুখ, এন্ট্রি নিলেন সন্দীপ্তা

হিন্দি সিরিয়ালের কাজ শেষ করে ঘরে ফিরলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। পৌলমী দাসের জায়গায় কালার্স বাংলার ‘সোনা রোদের গান’-এ দেখা যাবে তাঁকে।

বাংলা সিরিয়ালে মুখবদল আজকাল খুব কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষত পার্শ্বচরিত্রগুলিতে হামেশাই পরিবর্তন আসে। এবার পালটে যাচ্ছে ‘সোনা রোদের গান’-এর দিয়া। এতদিন এই চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী পৌলমী দাস, এবার পৌলমীর জায়গা নিচ্ছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বাংলা শোবিজ দুনিয়ার পরিচিত নাম সুদীপ্তা। এবার চিকিৎসক দিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে।

সুদীপ্তার আগমনের জেরে গল্পে বেশকিছু নতুন চমক থাকবে তা স্বাভাবিক। ‘সাত ভাই চম্পা’র রানি মণিমল্লিকা হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সুদীপ্তা। সম্প্রতি একতা কাপুরের সুপারহিট টেলিভিশন শো ‘নাগিন ৬’-এ অভিনয় করতে দেখা গিয়েছে সুদীপ্তাকে।

‘গ্রামের রানি বীণাপাণি’ এবং ‘উমা'তে অভিনয় করতে করতেই ‘নাগিন ৬’-এর ডাক পান সুদীপ্তা, এরপরই তাঁর মুম্বই যাত্রা। জাতীয়স্তরে কাজ করে প্রশংসিত হয়েছেন এই বঙ্গতনয়া, তবে এবার ফের ঘরে ফেরা।

‘সোনা রোদের গান’-এ লিড রোলে অভিনয় করছেন ঋষি কৌশিক ও পায়েল দে। এই জুটির রসায়ন শুরু থেকেই বেশ পছন্দ করছে দর্শক। সুদীপ্তার আগমনে কী কী বদল আসবে কাহিনিতে সেটাই এখন দেখবার। 

 

বন্ধ করুন