টলিউডের বেশ পরিচিত মুখ তিনি। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ বহু। তবে সম্প্রতি অটিস্টিকদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় যারপরনাই ট্রোল্ড হন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এদিন ক্ষমা চেয়েও প্রশ্ন ছুঁড়লেন তিনি।
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি মেয়েকে নির্দিষ্ট মুদ্রা (হাতের ভঙ্গিমা) করতে বলা হচ্ছে। সে সেটা করে দেখিয়েই বলে, 'কেন তুই একাই পারিস নাকি?' এটার জবাবে পাশ থেকে একজন বলে ওঠেন, 'এমা আমি তো ভাবতাম তুই অটিস্টিক চাইল্ড। অটিস্টিকদের তো নড়ে না। আমি তো জানতাম তুই পাগল।' পাশ থেকে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন, ' যে বলছে সে বুঝি নয়? সে তো পুরো তারটাই বাড়িতে রেখে এসেছে।'
এই ভিডিয়ো অমৃতা মুখোপাধ্যায় নামক এক মহিলা, তথা স্পেশাল চাইল্ডের মা এবং শিক্ষিকা শেয়ার করেন। সেখানেই তাঁর সঙ্গে আরও অনেকেই অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এমন 'অবিবেচকের মতো' কথা বলায়। একজন লেখেন, 'কিচ্ছু বলার ভাষা নেই। তবে যে কথাটা বলল তাকে দেখতে পেলাম না।' কেউ আবার লেখেন, 'তোলামূলি বাড়ির বৌয়ের থেকে এর চেয়ে বেশি কি প্রত্যাশা করো?' অমৃতা নিজে লেখেন, 'অটিস্টিক চাইল্ড তাহলে একটি গালাগালি তো? আমি কিন্তু এখনও বিশ্বাস করি অভিনয় বা শিল্পের প্রথম শর্তই হল স্বচ্ছতা, সমানুভূতি এবং সহযোগিতা। এই ভদ্রমহিলা অভিনেত্রী শুনলাম।'
কী জানিয়েছেন সুদীপ্তা?
এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারকে জানিয়েছেন রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকের সেটে তাঁরা ব্রেন স্টর্মিং গেম খেলছিলেন। তখনই এই ভিডিয়োটা করা হয়েছে। ট্রোল্ড হতেই এদিন সুদীপ্তা প্রশ্ন তোলেন, 'সমাজমাধ্যমে খাপ পঞ্চায়েত বসু যায় অভিনেতা অভিনেত্রীরা কিছু বলে ফেললেই। কুৎসিত আক্রমণ চলে ব্যক্তিগত জীবন নিয়ে। এটা কি কাম্য?'
সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এদিন জানান তিনি জানেন যে অটিস্টিক শিশুদের বাবা মায়ের মনের উপর দিয়ে কী যায়। তাই তিনি এমন বিষয় নিয়ে কখনই রঙ্গ করবেন না। তবে তাঁকে এদিন যে নানা কটাক্ষ করা হয়েছে বিশেষ করে তাঁর স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন রাজনীতির সঙ্গে জড়িত সেটা টেনে সেটার জবাবে অভিনেত্রী বলেন, 'আমি বিনোদন দুনিয়ার, আমার শ্বশুর বাড়ি রাজনীতির সঙ্গে যুক্ত। আমি সেটার প্রভাব খাটিয়ে কাজ পাই না। তাহলে কেন এগুলো বলা হবে?' অভিনেত্রী জানতে চান যাঁরা খ্যাতনামা, যাঁরা জীবনে সফল তাঁদের নিয়ে কি তাই অসফল ব্যক্তিরা হীনম্মন্যতায় ভোগেন? খুঁত ধরে নাকাল করতে চান?
তবে তিনি এদিন ক্ষমাও চান তাঁর বলা কথার জন্য। বলেন, 'আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের বলা কথা যদি অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকে সেটার জন্য আমরা দুঃখিত।'