বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta-Soumya: সুদীপ্তার সিঁথি রাঙানো সৌম্যর নামের সিঁদুরে! বিছানায় শুয়েই সেলফি তুললেন স্মিতা বক্সীর বউমা, রইল ছবি

Sudipta-Soumya: সুদীপ্তার সিঁথি রাঙানো সৌম্যর নামের সিঁদুরে! বিছানায় শুয়েই সেলফি তুললেন স্মিতা বক্সীর বউমা, রইল ছবি

বিয়ের পর প্রথম সেলফি শেয়ার করলেন সুদীপ্তা। 

বিয়ের পরের প্রথম সেলফি শেয়ার করলেন সুদীপ্তা। সিঁদুর পরে কেমন লাগছে মিসেস বক্সীকে? 

পয়লা মে পরিণতি পেয়েছে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সীর প্রেম। গাঁটছড়া বেঁধেছেন তাঁরা সায়েন্স সিটি লাগোয় ক্যালকাটা বোটিং রিসর্টে। এরপর নিয়ম মেনে বিদাই, ভাতকাপড়, বৌভাত। রিসেপশন হয়েছিল ৪ মে নিকো পার্কের ইস্টসাইড প্যাভেলিয়ানে। আলো ঝলমলে, নাচ-গানে ভরা সে রাজকীয় রিসেপশনের একাধিক ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পর প্রথম সেলফি শেয়ার করলেন মিসেস বক্সী। রবিবার যা উত্তাপ বাড়াল সোশ্যাল মিডিয়ার।

অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো তৃণমূল নেতারা এসেছিলেন সৌম্য আর সুদীপ্তার রিসেপশনে। লাইল্যাক রঙের ফ্লোরাল লেহেঙ্গা পরেছিলেন সুদীপ্তা। কানে-গলায় ছিল হিরের গয়না। হালকা কার্ল করে খোলাই রেখেছিলেন চুলগুলো। তবে সেখানেও হাতে শাঁখা-পলা। সিঁথি ভরা সিঁদুরে অপরূপ লাগছিল অভিনেত্রীকে।

বিছানাতে শুয়েই সেলফিটা তুলেছেন সুদীপ্তা। চকচকে গালে নতুন বউয়ের আভা। লিপবাম লাগানো ঠোঁটে লেগে আছে আলতো হাসি। গলায় সরু সোনার চেন। নীল রঙের হাউজকোট পরে আছেন। মিসেস বক্সীর এরকম সাজ দেখে মুখ হাঁ ভক্তদের।

<p>সুদীপ্তার ইনস্টা স্টোরি। </p>

সুদীপ্তার ইনস্টা স্টোরি। 

এক বিজয়া সম্মেলনীতে হয়েছিল তাঁদের প্রেমের সূত্রপাত। এরপর মন দেওয়ানেওয়ার পালা। প্রায় বছর চারেকের সম্পর্ক দুজনের। সোশ্যাল মিডিয়ায় দেড় বছর আগে সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন সুদীপ্তা। রবিবার সৌম্য সুদীপ্তার সঙ্গে রিসেপশনের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমার হৃদয় চুরি করেছো, আমি তোমাকে আমার পদবি দিয়েছি…’

আপাতত ‘সোহাগ জল’ ধারাবাহিকে বেণী বৌদি হিসেবে দেখা মিলছে সুদীপ্তার। ধারাবাহিকের কাজ নিয়ে বড়ই ব্যস্ত তিনি। খলনায়িকা হিসেবে এই মেগার অন্যতম আকর্ষণ বললেও ভুল হয় না। তাই খুব বেশি ছুটিও নেননি ছোট পরদার বেণী। মে মাসের ৯-১০ তারিখেই হয়তো শ্যুটে ফিরবেন।

তার আগে হাতে রয়েছে প্রচুর দায়িত্ব। সবার আগে সৌম্যকে নিয়ে যাবেন বাড়িতে অষ্টমঙ্গলা করতে। তারপর যাওয়ার কথা সৌম্যর পৈত্রিক বাড়িতে। যা ঘাটাল থেকে আরও কিছুটা এগিয়ে। সেখানে শ্বশুরবাড়ির অনেক সদস্যের বাস। রয়েছেন দশভূজা মা। যাকে পুজো দেবেন জোড়ায়। এরপর সত্যনারায়নের পুজোও রয়েছে।

এসব ব্যস্ততার মাঝে মধুচন্দ্রিমাটা তাই একটু দেরি করেই হবে। সৌম্যর বাড়িতে খুব বড় করে কালীুজো হয়। আর তাই দুর্গা পুজো-কালীপুজোর পর দুজনে যাবেন ঘুরতে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন