বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta-Swarna: রিসেপশনে রাজরানির লুকে ধরা দিলেন ‘বাহা’ সুদীপ্তা, পোশাকে রংমিলান্তি স্বর্ণর!

Sudipta-Swarna: রিসেপশনে রাজরানির লুকে ধরা দিলেন ‘বাহা’ সুদীপ্তা, পোশাকে রংমিলান্তি স্বর্ণর!

রাজরানি সুদীপ্তা (ছবি-ইনস্টাগ্রাম)

Sudipta-Swarna: পরিণতি পেল টেলি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং অভিনেতা স্বর্ণকমল জোয়ারদারের ১৪ বছরের সম্পর্ক। রিসেপশনেও রাজকীয় লুকে ধরা দিল নবদম্পতি।

টলিপাড়ায় এখন বিয়ের মরসুম। গত ডিসেম্বরেই আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং পরিচালক-অভিনেতা স্বর্ণ শেখর জোয়ারদার। আর গত সপ্তাহেই ধুমধাম করে সাত পাক ঘুরেছেন দুজনে। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ সুদীপ্তা। ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে রণিতাকে রিপ্লেস করে ‘বাহামণি’ হয়েছিলেন তিনি। সদ্যই কালার্স বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এবার বাস্তবেই গাঁটছড়া বাঁধলেন এই টেলি নায়িকা। কাঙ্খিত পরিণতি পেল তাঁদের ১৪ বছরের সম্পর্ক।

বিয়ের দিন লাল বেনারসিতে সেজেছিলেন সুদীপ্তা। বিয়ের অনুষ্ঠান হয়েছিল নৈহাটিতে কলকাতায় বসল রিসেপশনের আসর। এদিন দিন নায়িকা সাজলেন আসমানি নীল লেহেঙ্গায়। সঙ্গে সোনালি জরির কাজ। গা ভর্তি সোনার গয়না, হাতে লাল চূড়া- একদম রাজরানির বেশে ধরা দিলেন সুদীপ্তা। বউয়ের সঙ্গে রং মিলিয়েই সেজেছিলেন স্বর্ণকমল। দুজনের রয়্যাল লুক রীতিমতো নজর কেড়েছে।

রিসেপশনের দিন আবেগঘন দুজনেই। সুদীপ্তা জানালেন, ‘আমরা কখনও গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলিনি। বন্ধুত্ব থেকে আমাদের সম্পর্কটা পরিণতি পেয়েছে’। বিয়ের দিন সুদীপ্তাকে দেখে কেঁদে ফেলেছিলেন স্বর্ণকমল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে সারাজীবন এই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছি, যেদিন বিয়েটা হয়ে গেল আমার কাছে বিষয়টা খুব ইমোশান্যাল ছিল। কান্নাটা ভিতর থেকে এসেছে। আমি ওকে খুব ছোট থেকে দেখছি, সব চড়াই-উতরাইতে ও পাশে ছিল। সুদীপ্তাকে স্ত্রী হিসাবে পেয়ে আমি ভাগ্যবান’।

<p>নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির টলিউড</p>

নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির টলিউড

সুদীপ্তা-স্বর্ণকমলকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়, নন্দিনী, মানামি, সোনালিরা। দেখা মিলল বাহার অনস্ক্রিন বর ঋষি কৌশিকের। পৌঁছেছিলেন জগদ্ধাত্রীর নায়ক 'স্বয়ম্ভূ' সৌম্যদীপ মুখোপাধ্যায়, ‘তোমার খোলা হাওয়া’র নায়ক শুভঙ্কর সাহাও।

স্বর্ণশেখরের বাবার হাত দিয়েই যাত্রা শুরু হয়েছিল সুদীপ্তার ৷ এবার পার্থসারথি জোয়ারদারের বউমা হলেন তিনি ৷ একসঙ্গে টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সুদীপ্তা-স্বর্ণকমল। অভিনয়ের পাশাপাশি গানও গান সুদীপ্তার বর। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর পরিচালিত ‘একলা মেঘ’। অন্যদিকে ইষ্টিকুটুম, বিকেলে ভোরের ফুল, রেশম ঝাঁপি-র মতো ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ্তা। আপতত দিন কয়েকের ছুটি ফেব্রুয়ারি মাসেই ফের কাজে ফিরছেন দুজনে।

<p>ভাস্বর আর শুভঙ্কর হাজির ছিলেন নবদম্পতিতে শুভেচ্ছা জানাতে (ছবি-ফেসবুক)</p>

ভাস্বর আর শুভঙ্কর হাজির ছিলেন নবদম্পতিতে শুভেচ্ছা জানাতে (ছবি-ফেসবুক)

আরও পড়ুন-শ্রাবন্তী অতীত! এনগেজমেন্ট সারলেন নায়িকার প্রাক্তন স্বামী, নতুন ইনিংস কৃষাণের

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে? বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর দিন গোনা শুরু, প্রিয়জনকে পাঠান শুভেচ্ছাবার্তা ৭১ শতাংশ কর্মচারী চিকিৎসার জন্য নিজের পকেট থেকে খরচ করে, চমক রিপোর্টে 'অভিজিতের পরিবারের পাশে আছি'- দাবি কলকাতা পুলিশের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.