বাংলা নিউজ > বায়োস্কোপ > 'তীব্র ধিক্কার জানাই', শ্যামবাজারে গো ব্যাক স্লোগান ঋতুপর্ণাকে, সহকর্মীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ সুদীপ্তা-অনন্যার

'তীব্র ধিক্কার জানাই', শ্যামবাজারে গো ব্যাক স্লোগান ঋতুপর্ণাকে, সহকর্মীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ সুদীপ্তা-অনন্যার

গো ব্যাক স্লোগান ঋতুপর্ণাকে, প্রতিবাদ সুদীপ্তাদের

Sudipta-Ananya on Rituparna: ৪ সেপ্টেম্বর আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আবার রাত জাগল কলকাতা। এদিন শ্যামবাজারের রাত দখল কর্মসূচিতে যোগ দিতে আসেন ঋতুপর্ণা। সেখানে তাঁকে দেখেই ওঠে গো ব্যাক স্লোগান। জনরোষে পড়ে ফিরতে গেলে তাঁর গাড়িকেও ধাক্কা দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করেন সুদীপ্তা-অনন্যা।

৪ সেপ্টেম্বর আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আবার রাত জাগল কলকাতা। এদিন শ্যামবাজারের রাত দখল কর্মসূচিতে যোগ দিতে আসেন ঋতুপর্ণা। সেখানে তাঁকে দেখেই ওঠে গো ব্যাক স্লোগান। জনরোষে পড়ে ফিরতে গেলে তাঁর গাড়িকেও ধাক্কা দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করেন সুদীপ্তা-অনন্যা।

আরও পড়ুন: 'আঁতেলদের অভদ্রতামি সুপ্ত থাকে', কাঞ্চন বিতর্কে নেটিজেনকে 'রূঢ়' ভাষায় কটাক্ষ করতেই ঋত্বিককে তুলোধোনা তৃণমূল সমর্থকের

কী লেখেন সুদীপ্তা?

সুদীপ্তা এদিন ঋতুপর্ণার সমর্থনে একটি ফেসবুক পোস্ট করেন, সেখানে তিনি জানিয়ে দেন এদিন তাঁর সহকর্মীর সঙ্গে যা ঘটেছে সেটা ঠিক হয়নি। অভিনেত্রীর কথায়, ' ওঁর অবস্থান আপনাদের ভালো লাগেনি। ওঁর এডিটেড ভিডিয়োকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। খুব ভালো। উনি আসতেই গো ব্যাক স্লোগান তুলেছেন। সেটাও মেনে নেওয়া যায়। উনিও সেটা মেনে ওই জায়গা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। তারপরেও তাঁর গাড়ির জানলায় কেন মারা হল? কেন গাড়িতে ধাক্কা দেওয়া হল যখন উঞ্জ ভিতরে বসে? এটা অত্যন্ত ভয়াবহ। তীব্র ধিক্কার জানাচ্ছি এর। '

ঋতুপর্ণাকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়ে এদিন সুদীপ্তা আরও লেখেন, ' আপনারা কি ভুলে গেছেন কাদের জন্য কেন রাত দখলে পথে নেমেছেন? মেয়েদের নিরাপত্তার জন্য পথে নেমে আরেক মহিলার সম্মানহানির চেষ্টা করছেন? সাধারণ একজন মানুষ হওয়ার অধিকার কাড়তে চাইছেন? কী করে পারছেন? কলকাতাবাসী তোমাদের আজকের এই কাজকে সমর্থন করলাম না।'

কী লিখলেন অনন্যা?

অনন্যা চট্টোপাধ্যায় এদিন ঋতুপর্ণার সমর্থনে একটি পোস্ট করেন। তিনি তাঁর ফেসবুকের পাতায় সেই পোস্টে লেখেন, ' ঋতুপর্ণা সেনগুপ্তর অপমানের তীব্র সমালোচনা করছি। মানুষকে অনুরোধ করছি, লড়াইটা সঠিক ভাবে বাছুন। এখন আমাদের অনেকেই লক্ষ্যভ্রষ্ট করতে চাইবেন। তাঁদের সফল হতে দেবেন না। প্লিজ।'

আরও পড়ুন: 'এ এক অন্য কলকাতা', ধর্নারত চিকিৎসকদের নিজের ওয়াটার বটল থেকে জল খাওয়াল স্কুল পড়ুয়া, মুগ্ধ নেটপাড়া

আরও পড়ুন: ‘ইসলামোফোবিয়া আবার বেড়ে না যায়’, ২৫ বছর আগে কান্দাহারে প্লেন হাইজ্যাকের সময় কী ভেবেছিলেন নাসিরুদ্দিন?

কী ঘটেছে?

আরও অনেকে সহ নাগরিকদের মতোই এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত রাত দখল কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে হাজির হতেই তাঁকে দেখে উঠল গো ব্যাক স্লোগান। এদিন রীতিমত জনরোষের মুখে পড়েন অভিনেত্রী। জানা গিয়েছে, শ্যামবাজারে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বুধবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘গো ব্যাক’ স্লোগানও শুনতে হয় তাঁকে। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পরেও আন্দোলনকারীদের ধিক্কার স্লোগান শুনে গাড়িতে উঠে বেরিয়ে যেতে বাধ্য হন অভিনেত্রী।

বায়োস্কোপ খবর

Latest News

আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের! এত কম ফি এখানে?‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করতে এসে প্রশ্ন তুলল ন্যাকের দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.