আজকাল মাঝে মধ্যেই শোনা যায় বাংলা ছবির পাশে দাঁড়ান। এটা ছবির অভিনেতা অভিনেত্রী থেকে, নির্মাতারা মাঝে মধ্যেই বলে থাকেন। সেটা নিয়ে অবশ্য মিমও নেহাত কম দেখা যায় না। দর্শকদের দাবি বাংলায় নাকি এখন তেমন ভালো কাজ হচ্ছে না। স্রেফ বাংলা ছবি বলে দেখতে যাবেন নাকি তাঁরা! এরকম যুক্তি, পাল্টা যুক্তি সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায়। এবার গোটা ঘটনায় অন্যরকম ভাবে মুখ খুললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
পয়লা বৈশাখে একসঙ্গে তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। লাভ ম্যারেজ, দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান এবং শেষ পাতা। প্রথম দুটো মোটের উপর বেশ ভালোই সাড়া পেয়েছে বক্স অফিসে। অন্যদিকে শেষ পাতা ছবিটি তুলনায় হল যেমন কম পেয়েছে, দর্শক সংখ্যাও কম হয়েছে। কিন্তু মজার বিষয় হল, যাঁরা এই ছবি দেখেছেন তাঁরা একরাশ মুগ্ধতা নিয়ে হল ছেড়েছেন। সমালোচকদের থেকে বেশ প্রশংসিত হয়েছে এই ছবি। তবুও দর্শকদের থেকে তেমন সাড়া না পাওয়ায় মাত্র দু সপ্তাহেই। হল থেকে প্রায় উঠে যেতে চলেছে এই ছবি। এবার সেটা নিয়েই কথা বললেন সুদীপ্তা।
অভিনেত্রী সম্প্রতি এই ছবি দেখতে গিয়েছিলেন। সেই ছবি দেখার পর তিনি রিভিউটা একটু যেন অন্যভাবে দিলেন। তাঁদের কটাক্ষ করলেন যাঁরা বলেন বাংলায় ভালো ছবি হয় না। অভিনেত্রী এমনিও যে কোনও জিনিস নিয়ে বরাবর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। এবার এই প্রসঙ্গে লেখেন, 'বাংলা ছবি ভালো হয় না বলে, মোদের উপর রাগ করো? তোমরা যে শেষ পাতার মতো অসাধারণ সিনেমা না দেখে, সিনেমাটা হল থেকে উঠিয়ে দিতে প্রায় বাধ্য করো, তার বেলা?'
তাঁর পোস্টে এক ব্যক্তি লেখেন, 'তিন চারদিন আগে দেখলাম ছবিটা। ৪০ শতাংশ ভর্তি ছিল হল। দুর্দান্ত ছবি। রবিবার থেকে অতনু ঘোষ না শুরু করেছেন, দারুণ!' অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, 'খুব সুন্দর বলেছ। অসাধারণ ছিল। সত্যি বুম্বাদার তুলনা হয় না।' এক ব্যক্তি লেখেন, 'এই ধরনের ছবিগুলো ধীরে ধীরে প্রচারে আসে, খুব একটা প্রচার যেহেতু এই ছবিগুলো পায় না সেহেতু লোক কম হয়।'
প্রসঙ্গত শেষ পাতা ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়, প্রমুখকে দেখা যাচ্ছে। এই ছবির পরিচালনা করেছেন অতনু ঘোষ।