ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তবে একটু অন্য ভাবেই দেখা যাবে তাঁকে। ফের একবার তিনি সঞ্চালিকার আসনে। হাতে হাতা-খুন্তি আর নতুন নতুন রেসিপি নিয়ে দর্শকদের শোনাবেন ‘রান্নাঘরের গপ্পো’। কালার্স বাংলা চ্যানেলে আসছে এই নতুন শো।
এর আগেই একাধিক রান্নার শো টেলিভিশনে এসেছে। তবে ‘রান্নাঘরের গপ্পো’টা যে খানিকটা আলাদা, সুদীপ্তার শো-এর প্রোমোর প্রথম ঝলকে তা মনে করা হচ্ছে। আগামী ১৭ অক্টোবর থেকে প্রতিদিন বিকেল ৫টায় টেলিকাস্ট হবে এই শো। বাঙালির হেঁসেলে হাজার বছর ধরে প্রচুর রান্না হচ্ছে। ঘরোয়া সব জিনিস, স্বাদে গন্ধে টেক্কা দিয়েছে তাবড় তাবড় ডিশকে। কত রকম মশলাপাতি, অনেক রকম বাসন সবই থাকবে এই রান্নাঘরে। আরও পড়ুন: Vikram Vedha box office collection Day 2: দ্বিতীয় দিনে ২৫% আয় বাড়ল ‘বিক্রম বেদা’র, বক্স অফিসে কত ব্যবসা করল এই ছবি?
গপ্পো যদি রান্নাকে ঘিরে হয়, তাহলে তা যেন আলাদা মাত্রা পায়। বাংলার রেসিপির সঙ্গে জুড়ে দেবেন অনেক অজানা গল্প। একাধিক ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন সুদীপ্তা। ঘরোয়া অনুষ্ঠান, বাঙালির হারিয়ে যাওয়া খাবারের সন্ধান দেবেন ‘রান্নাঘরের গপ্পো’য়। আরও পড়ুন: Bigg Boss 16: চারটে বেডরুম, বিলাসবহুল অন্দরসজ্জা, ‘সার্কাস থিম’-এ সেজে উঠেছে বিগ বস ১৬-এর ঘর
এর আগে একাধিক সফল অনুষ্ঠানে টেলিভিশনের দর্শক সুদীপ্তাকে দেখেছে সঞ্চালিকার ভূমিকায়। খানিক বিরতি কাটিয়ে টেলিভিশনের পর্দায় আবার নতুন এই ঘরোয়া অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছেন। ‘বিন্ন ধানের খই’, ‘নানা রঙের দিনগুলি’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সুদীপ্তার এই নতুন শো ঘিরে ইতিমধ্যেই নেটিজেনের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ছে।