বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta's Daughter: 'মায়ের মতোই শিরদাঁড়া শক্ত', আরজি করে প্রতিবাদ মঞ্চে সুদীপ্তা কন্যাকে দেখে বলছে প্রশংসায় নেটপাড়া

Sudipta's Daughter: 'মায়ের মতোই শিরদাঁড়া শক্ত', আরজি করে প্রতিবাদ মঞ্চে সুদীপ্তা কন্যাকে দেখে বলছে প্রশংসায় নেটপাড়া

প্রতিবাদে সুদীপ্তা কন্যা শাহিদা

মিউজিকের তালে তালে শাহিদা সহ অন্য়ান্যদের স্লোগান তুলতে দেখা গেল, 'বিনীত তুমি ঘুমোচ্ছো নাকি, তোমার এখনও পদত্যাগ বাকি।' আবার কখনও তাঁরা বললেন, ‘বিনীত গোয়েলের গালে গালে, চটি মেরেছি তালে তালে।’

জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বাতিল হয়। ১৪ সেপ্টেম্বর, শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে জুনিয়র ডাক্তারদের কীভাবে ফিরে আসতে হয়েছে, সেই ঘটনার কথা এখন গোটা রাজ্য জানে। বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের হাতজোর করে আবেদনের ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। কাকভেজা হয়ে সেদিন রাস্তায় বহুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও তাঁদের রাস্তা থেকেই ফিরে আসতে হয়েছিল। আর এরপরই রাজ্যজুড়ে RG করের ঘটনার প্রতিবাদ আরও জোরালো হচ্ছে।

১৫ সেপ্টেম্বর, জুনিয়র ডাক্তারদের ডাকে ফের একবার পথে নেমেছিলেন এরাজ্যের বহু মানুষ। বৃষ্টি মাথায় করে, ত্রিপল টাঙিয়ে ঢাক-ঢোল বাজিয়ে প্রতিবাদ করেছেন সাধারণ জনতা। তেমনই এক প্রতিবাদ মঞ্চে সামিল হয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ছিল তাঁর ছোট্ট মেয়ে শাহিদাও। সেই প্রতিবাদ মঞ্চ থেকেই ফেসবুকে লাইভ করে পুরো বিষয়টি নেটজনতার সামনে তুলে ধরেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। মিউজিকের তালে তালে শাহিদা সহ অন্য়ান্যদের স্লোগান তুলতে দেখা গেল, 'বিনীত তুমি ঘুমোচ্ছো নাকি, তোমার এখনও পদত্যাগ বাকি।' আবার কখনও তাঁরা বললেন, ‘বিনীত গোয়েলের গালে গালে, চটি মেরেছি তালে তালে।’

আর এই ভিডিয়ো দেখে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়েছে। অনেকেই শাহিদার প্রশংসা করে লিখেছেন ‘আরও একবার প্রমাণ করে অভিনেত্রী সুদীপ্তার মতোই শক্ত শিরদাঁড়া নিয়ে বড় হচ্ছে তাঁর ছোট্ট মেয়ে শাহিদাও।’

এদিকে সুদীপ্তার পোস্ট করা ভিডিয়োতে দেখা মেলে গায়িকা লগ্নজিতা, সুদীপ্তা স্বামী, পরিচালক অভিষেক সাহা সহ আরও অনেককেই।

সুদীপ্তা কন্যা শাহিদার এই প্রতিবাদ প্রথম নয়, এর আগেও কালো পোশাক পরে পিয়ানোতে ‘we shall overcome’ বাজিয়ে-গেয়ে প্রতিবাদে মুখ হতে দেখা গিয়েছিল ছোট্ট শাহিদা ও তাঁর বন্ধুকে।

এদিকে শনিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে ডাক্তারদের হাতজোর করে বিনীত অনুরোধের ছবি নিজের X হ্যান্ডেলে পোস্ট করে প্রতিবাদে সোচ্চার হয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ‘ছবি জোরালো হলে সংলাপ লাগেনা। ছবি কথা বলে।’

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বৃষ্টি মাথায় করে সল্টলেকে বিশাল মিছিলের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। যে মিছিল ছিল লোকে লোকারণ্য। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.