বহুদিন পর সঞ্চলনায় ফিরেছেন সুদীপ্তা চক্রবর্তী। সেটাও আবার নন ফিকশন শো, যেটা কিনা সুদীপ্তা চক্রবর্তীর পছন্দের জায়গা। সান বাংলার 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সুদীপ্তাকে। আর এই শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। শোটির 'মাস্টারমাইন্ড' তিনিই।
রবিবার ফেসবুকের পাতায় পরিচালক শুভঙ্করের সঙ্গে বেশকিছু ছবি ও কথা ভাগ করে নিয়েছেন সুদীপ্তা। অভিনেত্রী সঞ্চালিকা লিখেছেন, ‘পরিচয় বহুদিনের। পরিচয় বহু বছরের, কিন্তু সেভাবে কাজ করা হয়নি কখনও এই মানুষটির সঙ্গে। একসময় অ্যাক্টিং ইন্স্টিটিউট চালাতেন, তখন ক্লাস করাতাম সেখানে। সেও প্রায় দু’দশক আগের কথা। তারপর তিনি পরিচালক হলেন এবং বাংলা টেলিভিশন বছরের পর বছর দেখলো তাঁর এবং তাঁর টিমের 'দাদাগিরি'। একটার পর একটা শো করলেন এবং সব গুলোই হিট। অনেকদিনের ইচ্ছে ছিল এই পরিচালকের সঙ্গে একটা জমজমাট শো করার। শেষমেশ হলো।'
সুদীপ্তা আরও লিখেছেন, ‘বাংলা টেলিভিশনের বিখ্যাত সব রিয়ালিটি শো বা নন-ফিকশন শোয়ের বেশিরভাগেরই মাস্টারমাইন্ড, দ্য কিংমেকার.. শুভঙ্কর চট্টোপাধ্য়ায় (Subhankar Chattopadhyay)। অনেক ধন্যবাদ স্যার আমাকে এই সুযোগটা দেবার জন্য। Sun Bangla র পুরে টিমকেও আমার আন্তরিক ধন্যবাদ আমাকে ছোটপর্দায় ফিরিয়ে আনার জন্য। লাখ টাকার লক্ষ্মীলাভ- আজ (১ ডিসেম্বর) থেকে দর্শকের দরবারে। দেখা হবে প্রতি সন্ধ্যায় ৬.০০ টা থেকে ৭.০০ টা সান বাঙলা টিভি চ্যানেলে। আশা করি এই শো সবার ভালো লাগবে।’
আরও পড়ুন-'আদৃত ভালো অভিনেতা বটে, তবে মানুষ হিসাবে...'! মিত্তির বাড়ির নায়ককে নিয়ে কী বললেন পারিজাত?
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর, একমাত্র মেয়ে শাহিদার ৯ বছরের জন্মদিনেও সুদীপ্তা বাড়িতে থাকতে পারেননি। কারণ এই 'লাখ টাকার লক্ষ্মীলাভ' শোয়ের শ্যুটিংয়ের ব্যস্ততা। তাই শুরুতে কিছুটা মন খারাপই ছিল 'মা' সুদীপ্তা। এদিকে মা থাকতে পারবে না জেনে মন খারাপ ছিল শাহিদারও। তবে পুরোটা জানতে পেরে মা-মেয়ের মন ভালো করে দেন পরিচালক শুভঙ্কর। 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর সেটেই কেক কেটে জন্মদিন সেলিব্রেট করা শাহিদার। সেই মুহূর্তটিও ফেসবুকের পাতায় ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছিলেন সুদীপ্তা।
এর আগে এই শোয়ের বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়, ‘বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন অডিশনের মাধ্যমে। লাখ টাকার লক্ষ্মীলাভ-শোয়ে মোট ৪ রাউন্ডে খেলা হবে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকবে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতিপর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকবেন। তবে কাউকেই খালি হাতে ফিরতে হবে না।’