সুদীপ্তা চক্রবর্তী এদিন জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন। জানালেন তাঁদের প্রতিবাদের ভাষা দেখে তিনি মুগ্ধ। সমর্থন করলেন এই 'স্বাস্থ্য ভবন সাফাই অভিযান'কে। আর কী জানালেন তিনি?
আরও পড়ুন: 'লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ ইন্ডিয়া...' আরজি কর কাণ্ডে রাজ্য সরকারকে তুলোধোনা কনীনিকার
আরও পড়ুন: খুদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেব! টেক্কার ঝলক সামনে এনে লিখলেন, 'এবার শেষ খেলা শুরু...'
কী ঘটেছে?
গত সোমবার ৯ সেপ্টেম্বর ছিল সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি। সেখানেই শীর্ষ আদালত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি মিটিয়ে কাজে ফেরার নির্দেশ দেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এক মাস হয়ে গিয়েছে এবার উৎসবে ফিরতে।' এই দুই ঘটনার পরই ক্ষেপে ওঠেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের মতে কপিল সিব্বল শীর্ষ আদালতে অসত্য তথ্য জানাচ্ছেন। তাই তাঁরা মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করেন। বর্তমানে সেখানেই তাঁরা তাঁদের অবস্থান জারি রেখেছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। সকলের দাবি এক। হয় চিকিৎসকদের দাবি মানতে হবে, নইলে চলবে অচলাবস্থা। তাঁদের প্রতিবাদে কখনও প্রতীকী শিরদাঁড়া নিয়ে যেতে দেখা গিয়েছে, কখনও মস্তিষ্ক, কখনও আবার চোখ। উঠেছে চোখা চোখা স্লোগান। সেসব দেখে, শুনেই মুগ্ধ সুদীপ্তা।
এদিন তাই তিনি এই প্রতিবাদকে কুর্নিশ জানিয়ে এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'ওঁরা তো ডাক্তার। ডাক্তারি পড়েছে। প্রচুর বুদ্ধি ওঁদের। ওঁরাই আমাদের শেখাচ্ছে যে কেমন করে প্রতিবাদ করতে হয়। ওঁদের এই প্রতিবাদে ঝাঁঝ আছেন বুদ্ধি আছে। মজা আছে। সঙ্গে আছে অদম্য একটা জেদ। ওঁরা সবাই যেভাবে গোটা বিষয়টা সামলাচ্ছে তাতে আমার দারুণ লাগছে।' জুনিয়র চিকিৎসকদের এই প্রতিবাদের ভাষায় 'মুগ্ধ' তিনি।
আরও পড়ুন: 'গান কবিতা দুটোরই পিণ্ডি চটকে গেল', সারেগামাপায় গৌতমের বেণীমাধব গান শুনে বিদ্রুপের ঝড় নেটপাড়ায়
কিন্তু তাঁরা যে প্রতিবাদ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর কথা মানছেন না, সেটা? এই বিষয়ে অভিনেত্রীর সাফ কথা, 'ছোট থেকে শুনে আসছি অভিভাবক নির্দেশ দিলে শুনতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আরও রাজ্যের অভিভাবকের থেকে আমরা কোনও অভিভাবক সুলভ আচরণ পাইনি, তাই তাঁর কথা মানতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।'