দেখতে দেখতে ১১ দিন পার। আরজি করের নির্যাতিতার বিচার এখনও মেলেনি। প্রায় প্রতিদিনই হচ্ছে জমায়েত। জাস্টিসের ডাক উঠলেও, জাস্টিস রয়ে গিয়েছে অধরাই। আর দেখা গিয়েছে, ধীরে ধীরে যেন বাড়ছে অসন্তোষ। সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আক্রমণ করার এক কদর্য খেলাও শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে এবার প্রতিবাদ করলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। শুধু তাই নয়, কারও ফোকাস যাতে অভয়ার থেকে না ঘুরে যায়, সেই অনুরোধও করেন।
অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, ‘এটাই হবার ছিলো। তিলোত্তমা র জন্য জাস্টিস চাইতে চাইতে আমরা ব্যস্ত হয়ে পড়লাম।ব্যস্ত হয়ে পড়লাম জানতে – তোমার ডিপি সাদা না কালো? তুমি 'রাজনৈতিক না 'অরাজনৈতিক'? তোমার হাতে মোমবাতি না পতাকা? তোমার মোমবাতি আগুনের না ব্যাটারির? তুমি গান গেয়েছো না স্লোগান দিয়েছো? তুমি মিছিলের সামনে ছিলে না পিছনে? মিডিয়া তোমার বাইট নিলো কি নিলো না? তুমি শাঁখ বাজালে না উলু দিলে? তুমি একটা মিছিলে হেঁটেছো না দশটা? তোমার মিছিল 'বেটার' হলো না আমার? তোমার মিছিলে পুরুষ বেশি কথা বললো না মহিলা? তুমি মুখ্যমন্ত্রী র পদত্যাগ চাও কি চাও না?তুমি কোন দলের -- লাল, গেরুয়া না সবুজ?’
আরও পড়ুন: ‘যেভাবে গাধার মতো আরজি কর ইস্যু…’, সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ, অঞ্জনের নিশানায় কে?
এরপর তিনি দিশা দেখান নেটিজেনদের। মনে করিয়ে দিয়ে লেখেন, ‘আর এসবের মাঝে আমরা ক্রমশ ভুলে গেলাম যেগুলো আসলে জানবার – সিবিআই কতদূর এগোলো? ১০ দিন পর কোথায় দাঁড়িয়ে আছে তদন্ত? সব চুপচাপ কেন? 'সেটিং' হয়ে গেল কি? জাস্টিস কে দেবে? সরকার না সিবিআই? রাজ্যের মহিলা কমিশন এই তদন্ত চাইবার ক্ষেত্রে বিশেষ কোনো ভুমিকা পালন করবে কি করবে না? পশ্চিমবাংলা থেকে নির্বাচিত বিভিন্ন রাজনৈতিক দলের সমস্ত MP একজোট হয়ে পার্লামেণ্টে SCAW (Serious Crime Against Women) Unit বানানোর জন্য বিল আনতে উদ্যোগী হবেন কি হবেন না? সরকারি-বেসরকারি-ছোট-বড় সব রকম কর্মক্ষেত্রে বিশাখা গাইডলাইন মেনে চলা হচ্ছে কি না তা দেখা সরকার বাধ্যতামূলক করবেন কি করবেন না? খেলার মাঠের বাইরে দাঁড়িয়ে যাঁরা ইতিহাস গড়লেন, এর পরের খেলায় আবার তাঁরা যুযুধান পক্ষ হয়ে গ্যালারি থেকে একে অপরকে 'তোর মা কে.....' 'তোর বোন কে.…' বলবেন কি বলবেন না?’
আরও পড়ুন: ‘ক্ষতবিক্ষত করো যৌনাঙ্গ… অত্যাচার সহ্য করুক, তারপর ধর্ষকের ফাঁসি’! আওয়াজ মিশমির
সুদীপ্তা জানেন, অনেকগুলো ছুটির দিন পেরিয়ে মঙ্গলবার থেকে অফিসমুখী সাধারণ মানুষ। দৈনন্দিন জীবনের অংশ হিসেবে যা করতেই হবে। কিন্তু তাতে যেন অভয়ার বিচার চাওয়ার লক্ষ্য থেকে কেউ না সরে আসে। জনতার 'আসল' গর্জন যেন থেমে না যায়, সেটা দেখার ডাক দিলেন তিনি।
আরও পড়ুন: ‘যদি না পিছনে বড় কারও সাপোর্ট…’! দাদা চুপ, আরজি কর কাণ্ডে রাখঢাকে না পল্লবীর
অভিনেত্রীর স্পষ্ট ধারণা আছে যে, ট্রোলাররা চাইলে তাঁর দিকেও রে রে করে তেড়ে আসতে পারে। তাই আত্মসপক্ষে কিছু পয়েন্টও পরিষ্কার করে দেন। লেখেন, ‘আমাকে আজ অব্ধি ২১ শে জুলাই এর মঞ্চে দেখা যায়নি। আমি মহানায়িকা বা বঙ্গভূষণ কোনোটাই নই। আমি মহানায়িকা বা বঙ্গভূষণ কোনোটাই নই। আমাকে সিপিএম এর মিছিলে ও দেখা যায়নি, বিজেপির সভা তেও নয়। আমি রাজনীতি সচেতন একজন সাধারণ মানুষ, পেশায় অভিনেতা। শিরদাঁড়া সোজা করে চলি আর ভোট দিই তাকে, যাকে সরকারে দেখতে চাই।’