আরজি কর কাণ্ডের পর নিয়মিত পথে নেমেছেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের। পাশে দাঁড়িয়েছেন চিকিৎসকদের। তাঁদের হয়ে সওয়াল করেছেন। করেছেন একের পর এক পোস্ট। আর এর জন্য তাঁকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি। এদিনও ঘটল একই ঘটনা। তারপরই এক বড় সত্য প্রকাশ্যে আনলেন তিনি। কী? অভিনেত্রী নাকি ভোটে লড়বেন!
কী ঘটেছে?
এদিন সুদীপ্তাকে কটাক্ষ একটি পোস্টে এক ব্যক্তি লেখেন, 'সুদীপ্তা কি ভোটে নামবে মাকুদের (সিপিএম) জন্য?' জবাবে অভিনেত্রী লেখেন, 'এ বাবা। বুঝে গেলেন কী করে? কী মুশকিল হয়েছে না। কী বলব! সব প্ল্যান আগে থেকে মানুষ বুঝে যাচ্ছে। ধুর! দেশটা বুদ্ধিমান লোকে ভরে গেল।' এরপর তিনি মজা করে আরও লেখেন, 'হ্যাঁ, ভোটে দাঁড়াচ্ছি। সিট নিয়ে দরাদরি চলছে। ফাইনাল হলেই ঘোষণা করছি। সঙ্গে থাকবেন।'
সুদীপ্তার এই মজাদার কমেন্টে বহু মানুষ রিঅ্যাক্ট করেছেন। সকলেই জানেন অভিনেত্রী বরাবরই স্পষ্টবক্তা। তিনি এবং তাঁর দিদি বিদীপ্তা চক্রবর্তীকে আরজি কর আন্দোলনের বিভিন্ন সময়ে চিকিৎসকদের পাশে গিয়ে দাঁড়াতে দেখা গিয়েছে। এই তো কিছুদিন আগেই যখন অভিনেতা, চিকিৎসক কিঞ্জল নন্দকে নাম না করে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় আক্রমণ শানান পয়সা দিয়ে ডাক্তারি পড়ার জন্য তখন সবার আগে সুদীপ্তা চক্রবর্তীই সেটার বিরোধিতা করেন। লেখেন, 'হেলো Aniket দা! এই বিপ্লবে সেই প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছি আমি, অথচ আমি তো প্রাইভেট, পাবলিক, সরকারি কোনো মেডিকেল কলেজেই পড়িনি। ডাক্তারির 'ড' ও জানি না। একটা প্যারাসিটামল খেতে হলেও ডাক্তার কে জিজ্ঞাসা করে খাই। তাহলে আমার কি আর এই অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব করা হবে না? এ সমাজ কি আমাকে বা আমার বিচার চাওয়ার দাবি কে মেনে নেবে না?'
আরও পড়ুন: 'সময় থমকে গেছে...' ফের মেয়ের সঙ্গে দেখা শামির, আদরের 'বেবো'র জন্য লিখলেন কী?