আরজি করের ঘটনার পর ১ মাসের বেশি সময় কেটে গিয়েছে। তবে বাংলার মানুষের রাগ যে এক ফোঁটা কমেনি তার পরিচয় মিলছে রাস্তায়, সোশ্যাল মিডিয়ায়। কলকাতাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে, আর একমাসও বাকি নেই পুজোর। মমতার আদেশ অগ্রাহ্য করেই, কারও আর ‘উৎসবে ফেরার’ ইচ্ছে নেই।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করলেন সুদীপ্তা। যেখানে তাঁর মেয়েকে দেখা গেল পিয়ানো বাজাতে। উই শ্যাল ওভার কাম গাইতেও দেখা গেল দুই খুদেকে। সুদীপ্তা সেই ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘গান-- নিজেরা তুলেছে। বাজনা -- নিজে শিখেছে (গুগল থেকে নোটেশন নামিয়ে)। জামা -- নিজেরা বেছেছে। সাজ -- নিজেরা সেজেছে।’
তবে এই বয়সেও দুজনে জানে চারদিকের পরিস্থিতি। ছোট হলেও, প্রতিবাদের গলা তীব্র। সুদীপ্তা লিখেছেন, ‘ওরা কিন্তু জানে কী হচ্ছে। ওরা কিন্তু বোঝে কী হয়েছে। ওরাও চায়, জয় আসুক শিগগিরই।’
একজন কমেন্টে লিখলেন, ‘খুব ভালো লাগল। কিপ ইট আপ’। আরেকজন লিখলেন, ‘অনেক আদর দুজনকেই’। তৃতীয়জনের মন্তব্য, ‘যেমন বৃক্ষ তেমনি ফল। মা মাসিদের থেকে শিখছে।’ চতুর্থজন লেখেন, ‘বাঃ খুব সুন্দর। বাজানো ও গাওয়া, দুটোই দারুণ হয়েছে।’
পঞ্চমজন লেখেন, ‘অপূর্ব! নিশ্চয় জয় আসবে। তোমাদের সুরক্ষার জন্যই তো এত লড়াই সবার। এই পরিবেশকে দূষণমুক্ত করতেই হবে, শত্রুর বিনাশ অনিবার্য। অনেক আদর, ভালোবাসা ও শুভেচ্ছা রইল তোমাদের জন্য।’
আরও পড়ুন: দাদা ইউভানের জন্মদিনে ইয়ালিনির মুখ প্রকাশ্যে! রাজ না শুভশ্রী, কার মতো দেখতে খুদে
কদিন আগেই আরজি কর ইস্যু ও ডাক্তার আন্দোলকে ঘিরে অভিনেতা-তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্যকে ঘিরে চলচ্চিত্র পুরস্কার ফেরান সুদীপ্তা। রাজ্য সরকারের তরফে তা পেয়েছিলেন তিনি ২০১৩ সালে।
আরও পড়ুন: ‘এই সেই চটি-চাটা সৌরভ না’! ধর্ষণ-বিতর্ক অতীত, দাদাকে পাশে পেয়েই ‘গলে জল’ মহিলা!
আর পুরস্কার ফেরানোর ঘোষণা করে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আপোষ করিনি। আপোষ করবো না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পরশু রাতে মাননীয় বিধায়ক যখন দাবি জানালেন রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার, সিদ্ধান্ত তখনই নিয়ে নিয়েছিলাম। ইমেল ঠিকানা পেয়ে চিঠিটা পাঠাতে একটু দেরি হলো। আমি রাস্তায় দাঁড়াবই। বিচারও চাইব।’