টলিউড অভিনেত্রীকে শ্যুটিং সেটে যৌন হেনস্থা করার অপরাধে পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টর্স গিল্ড’ সাসপেন্ড করেছে অরিন্দম শীলকে। অভিনেত্রীকে শট বোঝানোর নামে কোলে বসিয়ে চুমু খান পরিচালক! মহিলা কমিশনের কাছে চিঠি লিখে ক্ষমা চেয়েও রেহাই পেলেন না টলিউডের প্রথম সারির এই পরিচালক। আর জি কর কাণ্ডে প্রতিবাদে সরব টলিউডের এই অন্ধকার দিকটা সামনে আসতেই হইচই কাণ্ড। আরও পড়ুন-অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা?
এই ঘটনার পর একে একে মুখ খুলছেন অনেকেই। তালিকায় নয়া সংযোজন সুদীপ্তা চক্রবর্তী। শনিবার ফেসবুক পোস্টে এক নামী রূপটান শিল্পীর বিরুদ্ধে ‘মেকআপের নামে গায়ে পিঠে বুকে হাত’ বোলানোর অভিযোগ আনেন সুদীপ্তার দিদি বিদিশা চক্রবর্তী। এবার দিদির দেখানো পথে হেঁটেই সরব হলেন সুদীপ্তা চক্রবর্তী।
বিপ্লবকেতন চক্রবর্তীর ছোট মেয়ে সুদীপ্তা, অল্প বয়স থেকেই টলিগঞ্জে কাজ করছেন। বাবা এই ইন্ডাস্ট্রির মানুষ হওয়া সত্ত্বেও রেহাই পাননি তিনি। সুদীপ্তা আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অতীতের তিক্ত স্মৃতি হাতড়ে বলেন, ‘একজন মেকআপ আর্টিস্ট আমার চোখ আঁকছেন। এ দিকে শরীরের উপর চাপ দিয়ে চোখ আঁকছেন। সাউন্ড রেকর্ডিস্ট ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন। কিন্তু এত ছোট ছিলাম, ভয়ে বলতে পারিনি। যদি বকে দেয়।’ তবে পরিস্থিতি এখন বদলাচ্ছে। তিন দশকেরও বেশি সময় টলিউডে কাটিয়ে দেওয়ার পর তাঁর উপলব্ধি, এখানে ’সর্ষের মধ্যে ভূত নয়, গোটাটাই ইন্ডাস্ট্রিটাই ভূত'। মেয়েদের সঙ্গে শুধু হেনস্থার ঘটনা ঘটে তা নয়, মেয়েদের হেয় করা কিংবা গালিগালাজ করার প্রথাও রয়েছে।
অরিন্দম শীলের বিরুদ্ধ ইন্ডাস্ট্রিতে বহু রটনা রয়েছে। যা আগেও কানে এসেছে সুদীপ্তার। ব্যক্তিগত স্তরে অরিন্দমের সঙ্গে একাধিক কাজ করলেও কখনও কোনও খারাপ অভিজ্ঞতার মুখে পড়েননি সুদীপ্তা চক্রবর্তী। ডিরেক্টর্স গিল্ডের সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশাপাশি যে নায়িকা অরিন্দম শীলের নামে সাহস করে মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন তাঁকেও কুর্নিশ জানালেন সুদীপ্তা। ক'জন সেই সাহস দেখাতে পেরেছে?
চলতি বছরের গোড়ার দিকে এক মহিলা কেন্দ্রীয় গোয়েন্দা ছবির শ্যুটিংয়ে হেনস্থার মুখে পড়েছিলেন অভিনেত্রী। ছবিতে লিড রোলে রয়েছেন প্রযোজক-পত্নী তথা সুপারস্টার নায়িকা। সহ-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিযোগকারিণী। সিনেমা-র চেয়ে ছোটপর্দায় অধিক পরিচিত মুখ তিনি। কেরিয়ারের গোড়াতেই প্রথম সারির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আনার সৎ সাহস দেখাতে পেরেছেন, তাকে কুর্নিশ করছেন সকলেই।