বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta Chakraborty: বিনোদিনীর প্রথম শোয়ের টিকিট শেষ! মিস করলেন? সুদীপ্তা জানালেন পরের শোয়ের হদিস

Sudipta Chakraborty: বিনোদিনীর প্রথম শোয়ের টিকিট শেষ! মিস করলেন? সুদীপ্তা জানালেন পরের শোয়ের হদিস

বিনোদিনী সুদীপ্তা

Sudipta Chakraborty: আগামী ৮ মার্চ মঞ্চস্থ হবে ভারতীয় নাট্য জগতের অন্যতম চর্চিত ব্যক্তিত্ব নটী বিনোদিনীর গল্প। সুদীপ্তা চক্রবর্তী মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। ইতিমধ্যেই এই শোয়ের টিকিট প্রায় শেষ। এই শো মিস করলেন? পরের শো কোথায় হবে জানেন?

বিনোদিনী আসছে থিয়েটারের মঞ্চে। এর আগেই সে কথা জানিয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করবেন। আগামী ৮ মার্চ প্রথমবারের জন্য মঞ্চস্থ হবে এই নাটক। এবার সেই বিষয়ে আরও খুঁটিনাটি তথ্য জানালেন বিনোদিনী, থুড়ি সুদীপ্তা নিজেই।

নটী বিনোদিনীর মৃত্যুর পর প্রায় ৮১ বছর কেটে গিয়েছে তবুও তিনি একইভাবে প্রাসঙ্গিক রয়ে গিয়েছে আজও। তাঁর কাজ নিয়ে চর্চা চলে আজও। তাঁর গল্প পর্দায়, মঞ্চে ফিরে এসেছে বারবার। আগামীতেও আসছে। তবে এবার একদম অন্য আঙ্গিকে ভারতের এই জনপ্রিয় নটীর কথাকে মঞ্চে তুলে ধরতে চলেছেন সুদীপ্তা।

বিনোদিনী অপেরা নাটকটির পরিচালনা করেছেন অবন্তী চক্রবর্তী। তাঁর হাত ধরেই মঞ্চে এই আইকনিক চরিত্র ফিরে আসছে। অভিনয়ে সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে পদ্মনাভ দাশগুপ্ত, সুজন নীল মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, অভিনীত গুহ, বিদিশা চক্রবর্তী, সহ একাধিক তাবড় তাবড় অভিনেতাকে দেখা যাবে। এই নাটকে শুভদীপ গুহ সঙ্গীত পরিচালনা করেছেন। শুচিস্মিতা দাশগুপ্ত পোশাক ডিজাইন করেছেন। এই সমস্ত খুঁটিনাটি আরও একবার সোশ্যাল মিডিয়ায় দিলেন অভিনেত্রী। সঙ্গে দিলেন আরও এক চমক।

তিনি ফেসবুকে একটি পোস্ট করে জানান আগামী ৮ মার্চ হোলি তথা নারী দিবসের দিন এই নাটক মঞ্চস্থ হবে। ইতিমধ্যেই অধিকাংশ টিকিট শেষ বলে তিনি জানান তাঁর পোস্টে। তিনি লেখেন, 'যতদূর খবর পেলাম, ৫০০ টাকার টিকিট শেষ। ৩০০ টাকার টিকিটও প্রায় শেষ। ২০০ টাকার কিছু টিকিট পাওয়া যাচ্ছে এখনও, পাওয়া যাবে একাডেমির কাউন্টারে আগামী ৩ মার্চ থেকে।'

এরপরই দেন তিনি আসল চমক। প্রথম শো মঞ্চস্থ হতে না হতেই দিলেন পরের শোয়ের খোঁজ। ৮ মার্চের পর ২৬ মার্চ রবীন্দ্র সদনে হবে এই শো। অভিনেত্রী জানালেন, ‘যাঁরা টিকিট পেলেন না, আমাদের পরবর্তী অভিনয় আগামী ২৬ মার্চ রবীন্দ্রসদনে আসুন। দেখা হবে। টিকিট পাওয়া যাবে ৭ দিন আগে থেকে হলে।’

বন্ধ করুন
Live Score