আরজি কর নিয়ে যে টলিউড তারকারা ক্রমাগত প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন, তাঁদে মধ্যে সুদীপ্তা চক্রবর্তী অন্যতম। ডাক্তারদের অবস্থান বিক্ষোভ হোক বা রাত দখল, সবেতেই দেখা মিলেছে তাঁর। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করছেন ক্রমাগত। সাধারণ মানুষের আওয়াজ যাতে সকলের কাছে পৌঁছে যায়, তাই শেয়ার করছেন নানা ভিডিয়ো-ফোটো।
রবিবার একটি ভিডিয়ো শেয়ার করলেন তিনি। যা আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে একটি মিছিলের ছবি। যেখানে দেখা যাচ্ছে সাদা শাড়ি, মাথার চুলও সাদা, চোখে চশমা পরা এক ঠাকুমা দৃঢ় কণ্ঠে আওয়াজ তুলছেন। শান্তদেব দত্ত নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল, ওই নব্বই উর্দ্ধো বৃদ্ধের হাত ধরে আছেন এক ব্যক্তি। এই ছবি রবিবার রাতের সিঁথির মোড়ের।
আরও পড়ুন: ‘কাসভের ফাঁসির ৫ বছর লেগেছিল’! আরজি কর নিয়ে রবিবারও রাজপথে কৌশিক, ‘তথ্যপ্রমাণ লোপাটের যে চেষ্টা…’
ক্যাপশনে লেখা, ‘উনি ৯৫, উনি এসেছেন আজ মিছিলে হাঁটতে। আর আপনি? আজ তিলোত্তমার ১ মাস হল, ওঁর মেরুদণ্ড সোজা না থেকেও, বহু মানুষের থেকে বেশি সোজা।যতক্ষণ বিচার হচ্ছে না আসুন, প্রতিশ্রুতি দিন শেষ অবধি লড়বেন। গান গাইবেন, মিছিলে হাঁটবেন, রাত জাগবেন, এক 'আলোয় মোরা' আগামীর জন্য।’ ইতিমধ্যেই এই বৃদ্ধা মন জয় করে নিয়েছে নেটপাড়ার। অভিনেত্রী সুদীপ্তা নিজের প্রোফাইলে তাঁর ভিডিয়ো শেয়ার করলেন। সঙ্গে ক্যাপশনে ভালোবাসা বোঝাতে একটি লাল হার্ট, প্রণাম জানাতে জোড় হাত আর আন্দোলনের দৃঢ়তা বোঝাতে মুষ্ঠিবদ্ধ পাঞ্জার ইমোটিকন।
আরও পড়ুন: সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি?
রবিবার সোদপুর (নির্যাতিতার বাড়ি) থেকে আরজি কর অবধি একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। ১৫ কিলোমিটার লম্বা এই মানবন্ধনের ডাক আসার পরই ইতিবাচক সাড়া মিলেছিল সোশ্যাল মিডিয়াতে। আর তা সফলও হয়। মানববন্ধনে প্রত্যেকের মুখে ছিল একটাই স্বর - ‘জাস্টিস ফর আরজি কর’। সব বয়সের মানুষরা তাতে যোগ দিয়েছিলেন। আট থেকে আশি, সব বয়সের নারী-পুরুষকে দেখা যায় মানববন্ধনে।
আরও পড়ুন: ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও
৮ তারিখ রাতে, সুপ্রিম শুনানির আগেরদিন কার্যত গোটা পশ্চিমবঙ্গ জুড়েই ছিল প্রতিবাদ মিছিল। সবার চোখ এখন আটকে সোমবারের শুনানিতে। মনে একটাই প্রশ্ন, বিচার পাবে তো বছর ৩১-এর তরুণী ডাক্তারটি?