প্রতীকি শিরদাঁড়ার সামনে ভাঙল পুলিশের লোহার শিকল! ২২ ঘণ্টা পর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের স্টোথোর চাপে খুলল লালবাজারে তালা। সোমবার পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান শুরু করেছিল জুনিয়র ডাক্তাররা।
ফিয়ার্স লেনে আন্দোলনকারীদের আটকে দেয় কলকাতা পুলিশ। প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার , লোহার ব্যারিকেড সরায় পুলিশ। প্রতীকি শিরদাঁড়া আর গোলাপ হাতে বিকাল চারটে নাগাদ লালবাজারে পৌঁছে গিয়েছে জুনিয়র ডাক্তারদের ২২ জনের প্রতিনিধি দল। বিনীত গোয়েল পদ না ছাড়লে পিছু হটবে না তাঁরা, এই দাবির সামনে অবশেষে মাথা নোয়ালো পুলিশ। ব্যারিকেড উঠতেই জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণ বিক্ষোভকে কুর্নিশ জানালো টলিউড।
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। যিনি টলিপাড়ার ঘরের ছেলে। অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দ-সহ জুনিয়র চিকিৎসদের এই প্রতিবাদকে, সাহসকে সেলাম জানালেন অনিন্দিতা রায়চৌধুরী, সুদীপ্তা চক্রবর্তী, স্বস্তিকা দত্তরা।
বয়সে ছোট, তবে কিঞ্জলের লড়াইয়ের সামনে শ্রদ্ধায় মাথানত অনিন্দিতার। তিনি লেখেন, ‘কিঞ্জল, তোমাদের লড়াই ইতিহাসে লেখা থাকবে....সামনে থাকতে পারলে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম...’। সুদীপ্তার চোখে জল, কিঞ্জলদের আন্দোলনে জাতীয় সঙ্গীত গাওয়াল ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, ‘আমার চোখে জল…কিঞ্জল, অনুষ্টুপ, অনিকেত, সহেলি…. তোমাদের সবার লড়াইকে কুর্নিশ জানাই’।
স্বস্তিকা দত্ত লেখেন, ‘২২ টা ঘন্টা লেগে গেল?? মানুষ পারে না এমন কিছু নেই!’ ইন্ডাস্ট্রির অন্যতম সিনিয়র অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। খুব শীঘ্রই কিঞ্জলের সঙ্গে কাজী নজরুল ইসলামের বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সেই খবরের পুরনো লিঙ্ক শেয়ার করে কাঞ্চনা লেখেন, ‘এই মুহূর্তে তুমি ছাড়া কাউকে ভাবতে পারছি না… কিঞ্জল নন্দ, লড়াই, প্রতিবাদ, সত্যের প্রতীক তুমি এখন আমাদের কাছে। জয় হোক…. জুনিয়র ডাক্তারদের প্রণাম, যদিও তারা অনেক ছোট আমার থেকে কিন্তু, মন থেকে এই সম্মানটা উঠে এল’।
কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলে পদত্যাগ না করলে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ উঠবে না, ইঙ্গিত তেমনটাই।