বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta Chakraborty on Dev: দেবের বাংলা উচ্চারণ নিয়ে মশকরা সুদীপ্তার, ‘বিনোদিনী’র উপর রেগে কাঁই ভক্তরা

Sudipta Chakraborty on Dev: দেবের বাংলা উচ্চারণ নিয়ে মশকরা সুদীপ্তার, ‘বিনোদিনী’র উপর রেগে কাঁই ভক্তরা

দেবের বাংলা উচ্চারণ নিয়ে মশকরা সুদীপ্তার

Sudipta Chakraborty on Dev: দেবের উচ্চারণ নিয়ে মজা করলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আর তাতেই রেগে কাঁই দেব অনুরাগীরা। কী বললেন অভিনেতার ভক্তরা?

দেবের জীবনের অনেকটা সময়ই বাংলার বাইরে কেটেছে। তিনি বড় হয়ে উঠেছেন মুম্বইতে। ফলে তাঁর কথার মধ্যে যে একটু টান থাকবে সেটা স্বাভাবিক। কিন্তু তেমনই একজন শিল্পীর থেকে নিখুঁত উচ্চারণ আশা করাই বাঞ্ছনীয়। ফলে আজও, কেরিয়ারের এত বছরেও দেবকে তাঁর উচ্চারণ নিয়ে কথা শুনতে হয়। মজা করা হয় তাঁকে নিয়ে। কেউ আবার নিন্দে করেন। এবার সেই সংক্রান্ত একটি ক্লিপ ভাইরাল হয়েছে। চার বছর আগের একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়ে যায়, যেখানে সুদীপ্তা চক্রবর্তীকে দেবকে কিছু প্রশ্ন করতে দেখা যায়। আর সেই প্রশ্ন শুনেই বেজায় ক্ষুব্ধ হয়েছেন দেব ভক্তরা।

একটি নন ফিকশন শোয়ের ক্লিপ সেটা। সেখানে সঞ্চালক হিসেবে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি সুদীপ্তাকে বলেন দেবকে কিছু প্রশ্ন করতে। তখন সুদীপ্তা তাঁকে স্পষ্ট ভাবেই জিজ্ঞেস করেন '২০২৩ নাকি ২০৩২ কবে নাগাদ সঠিক বাংলায় ডায়লগ বলতে শুনব?'

সুদীপ্তার কথাতেই উঠে আসে ইন্ডাস্ট্রির বাইরে নয়, তার ভিতরেও দেবের বাংলা উচ্চারণ নিয়ে যে চর্চা চলে সেটার প্রতিচ্ছবি। এরপরই সুদীপ্তাকে রীতিমত তুলোধনা করা হয় ‘বাংলার হিটমেশিন’কে নিয়ে এমন কথা বলার জন্য।

তবে দেব নিজেই তাঁর এই খামতির কথা একাধিক সাক্ষাৎকারে স্বীকারে করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যাতে হিন্দির টান আর না বোঝা যায়, আরও সুস্পষ্ট উচ্চারণে বাংলা বলতে পারেন সেটার চেষ্টা করছেন তিনি। আর সেটা যে তিনি সত্যিই করছেন তাঁর সাম্প্রতিককালের ছবিগুলোর দিকে নজর রাখলেই সেটা বোঝা যাবে। কিন্তু দেব যতই তাঁর এই অপারগতার কথা স্বীকার করুন না কেন সোশ্যাল মিডিয়ায় এখন ট্রোলিং ট্রেন্ডিং। ফল হিসেবে সুদীপ্তাকে সইতে হল কটূকথার বাণ! ।

দেবকে খোঁচা দেওয়ার জন্য সুদীপ্তাকে যতই গালমন্দ করুক না কেন নেটিজেনরা আদতে কিন্তু এই দুই টলি তারকার মধ্যে বেশ সদ্ভাব আছে।

বন্ধ করুন