২০২২ সালে হয়েছিল আংটি বদল। ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েন সুদীপ্তা আর স্বর্ণশেখর। দেখে নিন জামাইষষ্ঠীর দিন কেমন খাওয়া-দাওয়া করলেন নবদম্পতি।
1/5১৭ জানুয়ারি পরিচালক স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ‘বাহা’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বিয়ের পর প্রথম ষষ্ঠী। মেয়ে-জামাইকে নিয়ে তাই অভিনেত্রীর নৈহাটির বাড়িতে তুমুল ব্যস্ততা। তা কেমন কাটাচ্ছেন তাঁরা এই বিশেষ দিন?
2/5১৪ বছরের সম্পর্ক সুদীপ্তা আর স্বর্ণশেখরের। সেই ক্লাস ১১-এ পড়ার সময় আলাপ। বিয়ের পর অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমরা কখনও গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলিনি। বন্ধুত্ব থেকে আমাদের সম্পর্কটা পরিণতি পেয়েছে’।
3/5সকাল-সকাল নৈহাটি পৌঁছে যান নবদম্পতি। জামাইষষ্ঠীর আগে থেকেই করে রেখেছিলেন কেনাকাটা। নৈহাটিতে ছিলেন অভিনেত্রীর মামা, মাসি, বোনেরাও। সুদীপ্তা আনন্দবাজারকে জানান, ‘মা প্রচুর রান্না করেছে। মাছের মাথা দিয়ে ডাল, ভেটকি মাছ, ফুলকপির রোস্ট, পাঁঠার মাংস আরও অনেক কিছু।’
4/5সুদীপ্তা আরও জানান তাঁর মা শাড়ি পরতে অতটা ভালোবাসেন না। তাই স্বর্ণ শাশুড়ির জন্য বেশ কয়েকটা গাউন কিনেছেন। এদিকে স্বর্ণর জন্য শ্বশুরবাড়ি থেকেও কেনা হয়েছে অনেক উপহার। শাড়ি কেনা হয়েছে মেয়ের জন্যও।
5/5ইষ্টিকুটুম, বিকেলে ভোরের ফুল, রেশম ঝাঁপি-র মতো ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ্তা। তবে আপাতত ছোট পরদা থেকে নিজেকে দূরেই রেখেছেন। খুব শীঘ্রই মুক্তি পাবে স্বর্ণর পরিচালিত ‘একলা মেঘ’। তাতে অভিনয় করেছেন সুদীপ্তা। আরও একটা ছবির কাজ হাতে আছে।