বিয়ের পর থেকেই নেটপাড়ায় চর্চায় আছেন টলিউড অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই এই সুন্দরী অভিনেত্রীর খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। ৫০ লাখের উপর মানুষ ফলো করেন তাঁকে ইনস্টাগ্রামে। এখন অবশ্য আর বন্দ্যোপাধ্যায় নেই তিনি, বিয়ের পরপরই নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন বক্সী পদবীটি। ১ মে তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।
বর্তমানে সুদীপ্তার বেশ কয়েকটি পরিচয়। একসময়ের ডাকসাঁইটে বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূ তিনি। বর তো ভালোবেসে সোশ্যাল মিডিয়াতেই লিখে ফেলেছিলেন, ‘তুমি আমার হৃদয় চুরি করেছো, আমি তোমাকে আমার পদবি দিয়েছি…’। অভিনেত্রী নিজেও শ্বশুরবাড়ির গুণাগুন করেছেন। জানিয়েছেন, শাশুড়ি-ননদের কাছ থেকে খুব ভালোবাসা আর খাতির-যত্ন পাচ্ছেন। বিয়ের আগে থেকেই চেনেন এই মানুষগুলোকে, তাই মানিয়ে নিতেও কোনও সমস্যা হয়নি।
বুধবার সোশ্যাল মিডিয়ায় সৌম্যর সঙ্গে একটি রোম্যান্টিক রিল ভিডিয়ো শেয়ার করলেন সুদীপ্তা। যা দেখে স্পষ্ট বোঝা যায় ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন কর্তা-গিন্নি। কেউ কাউকে এক মুহূর্ত কাছছাড়া করতে রাজি নন। পোশাকে রয়েছে রং মিলান্তি। সৌম্যর সাদা শার্ট আর সুদীপ্তার সাদা সিল্কের শাড়ি। বরের বুকে মাথা রাখছেন কখনও সোহাগে তো কখনও গালে হাত বুলিয়ে আদর। নাকে নাক ঘষছেন তো কপালে চুমু। মোদ্দা কথাই হল প্রেমে গদগদ। খুব সম্ভবত, জুটির প্রি ওয়েডিং ফোটোশ্যুটের এক ঝলক এই ভিডিয়ো।
সুদীপ্তার পোস্টের ক্যাপশনে এক ভক্ত কমেন্ট করলেন, ‘কিউট কাপল! ভগবান তোমাদের জোড়িকে খুব ভাবনাচিন্তা করে বানিয়েছে। তোমরা খুব ভালো থাকো।’ আরেকজন লিখলেন, ‘সৌম্যদা আরেকটু হাসতে পারলে আরও ভালো লাগত।’
আপাতত ‘সোহাগ জল’ ধারাবাহিকে বেণী বৌদি হিসেবে দেখা মিলছে সুদীপ্তার। ধারাবাহিকের কাজ নিয়ে বড়ই ব্যস্ত তিনি। খলনায়িকা হিসেবে এই মেগার অন্যতম আকর্ষণ বললেও ভুল হয় না। তাই খুব বেশি ছুটিও নেননি ছোট পরদার বেণী।
বাকি আছে হানিমুনটাও। যেটা হবে পুজোর পর। অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কালী পুজো হয় খুব বড় করে বক্সী বাড়িতে। তারপরেই তাঁরা কোথাও ঘুরতে যাবেন। সৌম্য এদিকে ব্যস্ত দলের কাজে। সামনেই পঞ্চায়েত ভোট। এখনই তাই ছুটি নেওয়া দুজনের পক্ষেই বেশ মুশকিলের।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)