বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta-Soumya: নাকে নাক ঘষে কপালে চুমু! বর সৌম্যর সঙ্গে আদর-মাখা ভিডিয়ো দিলেন সুদীপ্তা

Sudipta-Soumya: নাকে নাক ঘষে কপালে চুমু! বর সৌম্যর সঙ্গে আদর-মাখা ভিডিয়ো দিলেন সুদীপ্তা

রোম্যান্সে মজে সুদীপ্তা আর সৌম্য। 

বিয়ের পরই নিজের নামে বক্সী পদবি জুড়ে নিয়েছেন সুদীপ্তা। এখনম তাঁর পরিচয় মিসেস বক্সী। বর সৌম্যর সঙ্গে রোম্যান্টিক ভিডিয়ো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। 

বিয়ের পর থেকেই নেটপাড়ায় চর্চায় আছেন টলিউড অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই এই সুন্দরী অভিনেত্রীর খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। ৫০ লাখের উপর মানুষ ফলো করেন তাঁকে ইনস্টাগ্রামে। এখন অবশ্য আর বন্দ্যোপাধ্যায় নেই তিনি, বিয়ের পরপরই নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন বক্সী পদবীটি। ১ মে তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

বর্তমানে সুদীপ্তার বেশ কয়েকটি পরিচয়। একসময়ের ডাকসাঁইটে বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূ তিনি। বর তো ভালোবেসে সোশ্যাল মিডিয়াতেই লিখে ফেলেছিলেন, ‘তুমি আমার হৃদয় চুরি করেছো, আমি তোমাকে আমার পদবি দিয়েছি…’। অভিনেত্রী নিজেও শ্বশুরবাড়ির গুণাগুন করেছেন। জানিয়েছেন, শাশুড়ি-ননদের কাছ থেকে খুব ভালোবাসা আর খাতির-যত্ন পাচ্ছেন। বিয়ের আগে থেকেই চেনেন এই মানুষগুলোকে, তাই মানিয়ে নিতেও কোনও সমস্যা হয়নি।

বুধবার সোশ্যাল মিডিয়ায় সৌম্যর সঙ্গে একটি রোম্যান্টিক রিল ভিডিয়ো শেয়ার করলেন সুদীপ্তা। যা দেখে স্পষ্ট বোঝা যায় ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন কর্তা-গিন্নি। কেউ কাউকে এক মুহূর্ত কাছছাড়া করতে রাজি নন। পোশাকে রয়েছে রং মিলান্তি। সৌম্যর সাদা শার্ট আর সুদীপ্তার সাদা সিল্কের শাড়ি। বরের বুকে মাথা রাখছেন কখনও সোহাগে তো কখনও গালে হাত বুলিয়ে আদর। নাকে নাক ঘষছেন তো কপালে চুমু। মোদ্দা কথাই হল প্রেমে গদগদ। খুব সম্ভবত, জুটির প্রি ওয়েডিং ফোটোশ্যুটের এক ঝলক এই ভিডিয়ো।

সুদীপ্তার পোস্টের ক্যাপশনে এক ভক্ত কমেন্ট করলেন, ‘কিউট কাপল! ভগবান তোমাদের জোড়িকে খুব ভাবনাচিন্তা করে বানিয়েছে। তোমরা খুব ভালো থাকো।’ আরেকজন লিখলেন, ‘সৌম্যদা আরেকটু হাসতে পারলে আরও ভালো লাগত।’

আপাতত ‘সোহাগ জল’ ধারাবাহিকে বেণী বৌদি হিসেবে দেখা মিলছে সুদীপ্তার। ধারাবাহিকের কাজ নিয়ে বড়ই ব্যস্ত তিনি। খলনায়িকা হিসেবে এই মেগার অন্যতম আকর্ষণ বললেও ভুল হয় না। তাই খুব বেশি ছুটিও নেননি ছোট পরদার বেণী।

বাকি আছে হানিমুনটাও। যেটা হবে পুজোর পর। অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কালী পুজো হয় খুব বড় করে বক্সী বাড়িতে। তারপরেই তাঁরা কোথাও ঘুরতে যাবেন। সৌম্য এদিকে ব্যস্ত দলের কাজে। সামনেই পঞ্চায়েত ভোট। এখনই তাই ছুটি নেওয়া দুজনের পক্ষেই বেশ মুশকিলের। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রামবাম জোট, সুবিধাবাদী রাজনীতি, মোদীকে চিঠি লিখতেই ডাক্তারদের আক্রমণ কুণালের MI-এ কি ভারতের T20 WC 2024 জয়ী দলের কোচের এন্ট্রি হবে? কোথায় বসবে IPL 2025 নিলাম সিবিআই চার্জশিটে লম্বা সাক্ষীর তালিকা, ১২৮ জনের মধ্যে পুলিশ–চিকিৎসক আরও অনেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিন, দলের কর্মীদের নির্দেশ সুকান্তর, রাখঢাক উধাও! দশেরা উপলক্ষ্যে জেহ আলি খান সহ স্কুলের শিশুদের সঙ্গে ডান্ডিয়া খেললেন নীতা জলে গেল ইরফান-ইউসুফের ঝোড়ো ইনিংস, লেজেন্ডস লিগের ফাইনালে কেদারের সুপারস্টার্স 'আরএসএস সকল প্রজন্মের অনুপ্রেরণা', সংগঠনের শতবর্ষে পদার্পণে বার্তা মোদীর কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশজুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা, বাংলার হাতে হাত বিয়ের পর প্রথম বিজয়ায় সিঁদুরে মাখামাখি দর্শনা, সিঁদুর খেললেন শুভশ্রী-রচনা-নুসরত বাংলার বিদ্বজ্জনদের চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দুয়ারে, মধ্যস্থতায় ইমেল দু’‌পক্ষকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.