বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kerala Story: 'একা বাইরে বেরোবেন না', দ্য কেরালা স্টোরির ক্রিউ মেম্বারকে হুমকি! পুলিশের দ্বারস্থ সুদীপ্ত সেন

The Kerala Story: 'একা বাইরে বেরোবেন না', দ্য কেরালা স্টোরির ক্রিউ মেম্বারকে হুমকি! পুলিশের দ্বারস্থ সুদীপ্ত সেন

কেরালা স্টোরির ক্রিউ মেম্বারকে হুমকি!

The Kerala Story Controversy: বিতর্ক থামার যেন আর নাম নিচ্ছে না। একেই গতকাল পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ ঘোষণা করা হল। তার মধ্যেই আবার এই ছবির এক সদস্যকে হুমকি ভরা মেসেজ পাঠালেন কেউ। পুলিশের দ্বারস্থ হলেন পরিচালক সুদীপ্ত সেন।

হাজারো বিতর্কের মাঝে হুমকি মেসেজ দ্য কেরালা স্টোরির (The Kerala Story) এক সদস্যকে। এই ছবির পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen) পুলিশকে জানিয়েছেন যে তাঁদের দলের এক সদস্যকে হুমকি ভরা মেসেজ পাঠানো হয়েছে। বলা হয়েছে তাঁরা যেন বাড়ি থেকে একা না বেরোন।

সংবাদ সংস্থা ANI -এর তরফে এদিন টুইট করে এই খবর প্রকাশ্যে আনা হয়। সেখানে জানানো হয়েছে যে পুলিশের দ্বারস্থ হয়েছেন দ্য কেরালা স্টোরির পরিচালক। তিনি পুলিশকে জানিয়েছেন যে এই ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে অচেনা নম্বর দিয়ে মেসেজ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে বাড়ি থেকে যেন তাঁরা একা না বেরোন। একই সঙ্গে হুমকি দিয়ে বলা হয়েছে এই ছবি দেখিয়ে তাঁরা মোটেই ঠিক কাজ করছেন না। এই ঘটনার পর পুলিশের তরফে সেই সদস্যকে নিরাপত্তা দেওয়া হয়েছে।

ANI -এর তরফে জানানো হয়েছে এখনও এই ঘটনার জন্য কোনও FIR করা হয়নি। লিখিত অভিযোগ করা হয়নি। তবে শীঘ্রই সেটা করা হবে বলেই জানানো হয়েছে।

প্রসঙ্গত, এই ছবি নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক তৈরি হয়ে আসছে। উঠে ব্যান করার ডাক। এমনকি গতকাল পশ্চিমবঙ্গে তো নিষিদ্ধ করে দেওয়া হয় এই ছবি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন যে এই ছবি বাংলার কোনও হলে চালানো যাবে না। মুখ্য সচিবকে এমনই নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাঁর মতে এই ছবি দেখালে নাকি রাজ্যে অশান্তি উসকে যাবে। এরপরই এই ছবির প্রযোজক বিপুল শাহ বলেন, ' যদি মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা করে থাকেন তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। দেশের আইন মেনে যা কিছু করার আমরা করব। আমরা লড়ব।'

প্রসঙ্গত এর আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই এই ছবির সমালোচনা করেছেন কিন্তু সেই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেননি। তামিল নাড়ুর কয়েকটি হল থেকে সরিয়ে দেওয়া হয় এই ছবিকে। কিন্তু গোটা রাজ্য থেকে এই ছবিকে ব্যান করার ঘটনা এই প্রথম ঘটল দেশে।

তবে এই বিষয়ে উল্লেখযোগ্য যতই এই ছবি নিয়ে চাপানউতোর থাকুক, বিতর্ক থাকুক বক্স অফিসে কিন্তু রীতিমত খেলা দেখাচ্ছে সুদীপ্ত সেনের এই ছবি। দ্য কাশ্মীর ফাইলসকে রীতিমত টক্কর দিচ্ছে। তিনদিনে ৩৫ কোটির ব্যবসা করেছে এই ছবি।

বন্ধ করুন