বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipto Sen on Kamal Haasan: 'যাঁরা ছবিটা দেখেননি তাঁরাই সমালোচনা করছেন', কমল হাসানের কটাক্ষের পর উত্তর সুদীপ্তর

Sudipto Sen on Kamal Haasan: 'যাঁরা ছবিটা দেখেননি তাঁরাই সমালোচনা করছেন', কমল হাসানের কটাক্ষের পর উত্তর সুদীপ্তর

কমল হাসানের কটাক্ষের পর উত্তর সুদীপ্তর

Sudipto Sen on Kamal Haasan: কিছুদিন আগেই কমল হাসান ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে ‘প্রোপাগান্ডা ছবি’ বলে আখ্যা দিয়েছেন। এবার সেই বিষয়ে মুখ খুললেন ছবির পরিচালক সুদীপ্ত সেন।

সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যেন বিতর্ক থামার আর নাম, গন্ধ কোনওটাই নিচ্ছে না। কোনও রাজ্যে ব্যান হওয়া থেকে একটি নির্দিষ্ট দর্শক, সেলেবদের থেকে কটাক্ষ, ইত্যাদি কিছুই বাদ যায়নি এই ছবিকে ঘিরে। তার মধ্যেও আদা শর্মা অভিনীত এই ছবি ২০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। সম্প্রতি কমল হাসান এই ছবিটি নিজের মতামত জানিয়েছেন। এই ছবিতে ধর্ম এবং মতবাদ নিয়ে যে আঙ্গিক দেখানো হয়েছে সেটার বিরোধিতা করেছেন তিনি।

কমল হাসান এই ছবির বিষয়ে বলেন, 'এটা একটা প্রোপাগান্ডা ছবি। আমি এটার বিরোধিতা করছি। ছবির শেষে সত্য ঘটনা অবলম্বনে জুড়ে দিলেই হয় না। সেটাকে আদতেই সত্য হতে হয়।' আবু ধাবিতে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এবার সুদীপ্ত সেন এই বিষয়ে নিজের মতামত জানান। বলেন, 'আমি এসব নিজের প্রতিক্রিয়া জানাই না। আগে আমি বোঝানোর চেষ্টা করতাম। এখন আর বলি না। আমি জানি যাঁরা এই ছবিটিকে প্রোপাগান্ডা ছবি বলছেন তাঁরাই ছবিটি দেখার পর বলবে বাহ ভারী সুন্দর। যাঁরা ছবিটি দেখেননি তাঁরাই এটার সমালোচনা করছেন। এই কারণেই পশ্চিমবঙ্গ এবং তামিল নাড়ুতে ছবিটা মুক্তি পেল না। ওঁরা এই ছবিটা দেখেনি তাই ভাবছেন প্রোপাগান্ডা। আমাদের দেশে কিছু বোকা বোকা স্টিরিওটাইপ ভাবনা আছে। তাঁরা ভাবে জীবন সাদা কিংবা কালো। ধূসর রঙের জীবনের কথা তাঁরা জানেন না।'

প্রসঙ্গত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সুদীপ্ত সেন। একটানা ছবির প্রচার করে যাওয়ার ফলে তাঁর ডিহাইড্রেশন এবং ইনফেকশন হয়ে গিয়েছে।

তিনি এই ছবির বিষয়ে এই অবস্থাতেও বলেন, 'বিজেপি এই ছবিটির সমর্থন করছে মানেই এটা বিজেপির ছবি নয়। গোটা পৃথিবী জুড়ে এই ছবি ৩৭টি দেশে চলছে, সবার এটা ভালো লেগেছে। যদি কারও কোথাও সমস্যা আছে বলে মনে হচ্ছে তাঁরা আমায় ডেকে সেটা নিয়ে আলোচনা করছেন। আর তাতে আমার অসুবিধা নেই। হিপোক্রেসির থেকে ভালো। আমি তাই এখন আর কাউকে কোনও জবাবদিহি করছি না।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রক্তঘাটের মঞ্জুলিকা কে―মাধুরী না বিদ্যা? ভুলভুলাইয়া ৩-র ট্রেলারে টলিউডের কাঞ্চন পুরুষদের জন্য এবারের পুজোয় কোন ১০ জিনিস মাস্ট? রইল নজরকাড়া স্টাইল টিপস দশেরায় রামপুরে ৮০ ফুট দূষণমুক্ত রাবনের মূর্তি, তৈরি করছেন এক মুসলিম পরিবার মুসলিমদের ছোঁয়া পেলে তবেই শুরু হয় পুজো, শ্রীরামপুরের গুরু বাড়ি আসলে কার বাড়ি অস্কারের হাত ধরে লালহলুদে রবিনহো? দল ছাড়ার কথা জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি প্রশাসনের অনুমতি মেলেনি, অসমাপ্ত দুর্গার সামনেই ‘শোক’ পালন রানাঘাটে আর যেতে হবে না পার্লার, বাড়িতেই ট্রাই করুন এই নজরকাড়া নেল আর্ট বারুইপুর লাইনে সকালে ৯ স্পেশাল ট্রেন চলবে, শিয়ালদা উত্তরও পেল ২টি, রইল টাইমটেবিল অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বার দেহ উদ্ধার বীরভূমে, গর্ভস্থ শিশুর মৃত্যু, তদন্তে পুলিশ T20I ব়্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকলেন আর্শদীপ, অল-রাউন্ডারদের প্রথম তিনে হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.