বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipto Sen on Kamal Haasan: 'যাঁরা ছবিটা দেখেননি তাঁরাই সমালোচনা করছেন', কমল হাসানের কটাক্ষের পর উত্তর সুদীপ্তর

Sudipto Sen on Kamal Haasan: 'যাঁরা ছবিটা দেখেননি তাঁরাই সমালোচনা করছেন', কমল হাসানের কটাক্ষের পর উত্তর সুদীপ্তর

কমল হাসানের কটাক্ষের পর উত্তর সুদীপ্তর

Sudipto Sen on Kamal Haasan: কিছুদিন আগেই কমল হাসান ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে ‘প্রোপাগান্ডা ছবি’ বলে আখ্যা দিয়েছেন। এবার সেই বিষয়ে মুখ খুললেন ছবির পরিচালক সুদীপ্ত সেন।

সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যেন বিতর্ক থামার আর নাম, গন্ধ কোনওটাই নিচ্ছে না। কোনও রাজ্যে ব্যান হওয়া থেকে একটি নির্দিষ্ট দর্শক, সেলেবদের থেকে কটাক্ষ, ইত্যাদি কিছুই বাদ যায়নি এই ছবিকে ঘিরে। তার মধ্যেও আদা শর্মা অভিনীত এই ছবি ২০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। সম্প্রতি কমল হাসান এই ছবিটি নিজের মতামত জানিয়েছেন। এই ছবিতে ধর্ম এবং মতবাদ নিয়ে যে আঙ্গিক দেখানো হয়েছে সেটার বিরোধিতা করেছেন তিনি।

কমল হাসান এই ছবির বিষয়ে বলেন, 'এটা একটা প্রোপাগান্ডা ছবি। আমি এটার বিরোধিতা করছি। ছবির শেষে সত্য ঘটনা অবলম্বনে জুড়ে দিলেই হয় না। সেটাকে আদতেই সত্য হতে হয়।' আবু ধাবিতে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এবার সুদীপ্ত সেন এই বিষয়ে নিজের মতামত জানান। বলেন, 'আমি এসব নিজের প্রতিক্রিয়া জানাই না। আগে আমি বোঝানোর চেষ্টা করতাম। এখন আর বলি না। আমি জানি যাঁরা এই ছবিটিকে প্রোপাগান্ডা ছবি বলছেন তাঁরাই ছবিটি দেখার পর বলবে বাহ ভারী সুন্দর। যাঁরা ছবিটি দেখেননি তাঁরাই এটার সমালোচনা করছেন। এই কারণেই পশ্চিমবঙ্গ এবং তামিল নাড়ুতে ছবিটা মুক্তি পেল না। ওঁরা এই ছবিটা দেখেনি তাই ভাবছেন প্রোপাগান্ডা। আমাদের দেশে কিছু বোকা বোকা স্টিরিওটাইপ ভাবনা আছে। তাঁরা ভাবে জীবন সাদা কিংবা কালো। ধূসর রঙের জীবনের কথা তাঁরা জানেন না।'

প্রসঙ্গত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সুদীপ্ত সেন। একটানা ছবির প্রচার করে যাওয়ার ফলে তাঁর ডিহাইড্রেশন এবং ইনফেকশন হয়ে গিয়েছে।

তিনি এই ছবির বিষয়ে এই অবস্থাতেও বলেন, 'বিজেপি এই ছবিটির সমর্থন করছে মানেই এটা বিজেপির ছবি নয়। গোটা পৃথিবী জুড়ে এই ছবি ৩৭টি দেশে চলছে, সবার এটা ভালো লেগেছে। যদি কারও কোথাও সমস্যা আছে বলে মনে হচ্ছে তাঁরা আমায় ডেকে সেটা নিয়ে আলোচনা করছেন। আর তাতে আমার অসুবিধা নেই। হিপোক্রেসির থেকে ভালো। আমি তাই এখন আর কাউকে কোনও জবাবদিহি করছি না।'

বন্ধ করুন