Starkids Bollywood Debut in 2023: ২০২৩-এ বলিউডে একগুচ্ছ নতুন মুখ। কোন কোন স্টার কিডরা আসতে চলেছেন পর্দায়, দেখে নিন তালিকা-
1/12২০২৩ সালে বলিউড তারকাদের একগুচ্ছ ছবি মুক্তির অপেক্ষায়। পাশাপাশি একাধিক স্টার কিডও চলতি বছর তাঁদের বলিউড সফর শুরু করতে চলেছেন। সেই তালিকায় রয়েছে, সইফ পুত্র, অমিতাভ বচ্চনের নাতি, শাহরুখের ছেলেমেয়ে। চলুন দেখে নেওয়া যাক এই বছর বলিউডের ছবিতে অভিষেক হওয়া স্টার কিডদের নাম-
2/12সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি এই বছর ধর্মা প্রোডাকশনের একটি ছবি দিয়ে বলিউডে অভিষেক করবেন। ছবিতে কাজলও রয়েছেন। এছাড়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে করণ জোহরের সহ পরিচালক হিসেবে কাজ করেছেন ইব্রাহিম।
3/12আমির খানের বড় ছেলে জুনেইদ খান এই বছর 'মহারাজা' নামের একটি চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক করছেন। ১৮৬২ সালের প্রখ্যাত ঘটনা মহারাজা লিবেল কেসের উপর তৈরি হচ্ছে এই ছবি। আমির পুত্র ‘বান্টি অউর বাবলি ২’ ছবির অন্যতম নায়িকা শর্বরী ওয়াঘের সঙ্গে রোম্যান্স করবেন।
4/12চাঙ্কি পাণ্ডের ছেলে আহান পাণ্ডেও এই বছর অজয় দেবগণের সঙ্গে একটি ছবিতে অভিনয় করে নিজের বলিউড সফর শুরু করবেন।
5/12জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’ দিয়ে নিজের বলিউড কেরিয়ার শুরু করছেন শাহরুখ কন্যা সুহানা খান।
6/12সলমন খানের দিদি আলভিরা এবং অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজেহ। জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাধির পরবর্তী সিনেমায় দিয়েই অভিনয় জগতে পথচলা শুরু হবে আলিজেহর। ছবির কাজ শুরু হলেও নাম এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই নতুন ছবি।
7/12অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক এই বছর সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে বলিউডে অভিষেক করছেন।
8/12হৃতিক রোশনের তুতো বোন এবং সঙ্গীত সুরকার রাজেশ রোশনের মেয়ে পশমিনা রোশনও ২০২৩ সালে ‘ইশক ভিশকে’র সিক্যুয়াল দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করছেন।
9/12সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুর ডেবিউ করতে চলেছেন বলিউডে। করণ জোহরের হাত ধরেই হবে তাঁর বলিউডে অভিষেক। ছবির নাম বেধড়ক।
10/12শ্রীদেবী কন্যা খুশি কাপুরও জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউড সফর শুরু করবেন এই বছর।
11/12অমিতাভ বচ্চন কন্যা শ্বেতার পুত্র অগস্ত্য নন্দা। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবে এই স্টার কিডও।
12/12বলিউড পা রাখতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খানও। তবে বোন সুহানা খানের মতো অভিনয়ে নয়। তিনি থাকবেন ক্যামেরার পিছনে, পরিচালক হতে চলেছেন আরিয়ান। শীঘ্রই তাঁর নতুন ছবির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।